চেতনা
লিখেছেন লিখেছেন আবু জারীর ০১ অক্টোবর, ২০১৭, ০৮:৫৪:৪৭ সকাল
চেতনা
নির্লজ্বরাই করতে পারে
অন্যের লেখা চুরি
দেহ ব্যবসা করতে পারে
ষাট বছরের বুড়ি।
যাকে খুশি করতে পারে
নিজের দেহ দান
জনে জনে দেহ বিলালেও
যায়না তাদের মান।
চাপাবাজিতে তাদের সাথে
নাইকো কারো জুরি
সামালোচনা দেয় উড়িয়ে
মেরে হাতে তুড়ি।
গায়ের জোড়ে ক্ষমতাটা
রাখে তারা ধরে
চক্ষু মেলে দেখেওনা
কে বাচে কে মরে!
লাখ মানুষ মেরেও তারা
হয়যে শান্তির দূত
সরষের মধ্যে চেতনা ঢুকেছে
কে ছাড়াবে ভূত?
বিষয়: সাহিত্য
৮১০ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন