ডঃ শফিকুল ইসলাম মাসুদ পুনরায় গ্রেফতার হয়ে প্রমাণ করলেন যে এর আগে তিনি মুক্তি পেয়েছিলেন।
লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ সেপ্টেম্বর, ২০১৭, ১২:০৪:০৮ রাত
ডঃ শফিকুল ইসলাম মাসুদ পুনরায় গ্রেফতার হয়ে প্রমাণ করলেন যে এর আগে তিনি মুক্তি পেয়েছিলেন।
পূণরায় যেন আবার গ্রেফতার না হতে হয় সেই চিন্তা থকেই হয়ত মুক্তির খবর ব্যাপকভাবে প্রচার করা হয়নি, কিন্তু গ্রেফতার তাকে হতেই হল! তাহলে এত রাখ ঢাক করে কর্মীদেরকে অন্ধকারে রেখে লাভ কি হল?
মুক্তি পাওয়ার পরে যেহেতু অন্য দলের নেতাদের মত পালিয়ে দেশ ছাড়বেননা এবং সাংগঠনিক কাজেও স্তফা দিবেননা তাই কর্মীদের অন্ধকারে না রাখাই ভালো। কর্মীরা নেতাদের মুক্তির খবরে আনন্দিত হয় এবং গ্রেফতারের খবরে হয় বিচলিত তবে সাহস হারায়না।
তাই আশা করব কেউ মুক্তি পেলে রাখ ঢাক না করে কর্মীদের জানিয়ে দিবেন যা কর্মীরা ব্যাপকভাবে প্রচার করে নিজেরা আনন্দিত হবে এবং দেশবাসী জানবে যে ইসলামী আন্দলনের সিপাহসালাররা ভিত সন্ত্রস্ত নয়। তারা জালিমের জুলুম ছিনা টান করে মোকাবেলার জন্য শুধমাত্র আল্লাহর উপর ভরসা করেই পথ চলে।
বিষয়: রাজনীতি
৯৩৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার সাথে শতভাগ একমত!
মন্তব্য করতে লগইন করুন