শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ মে, ২০১৭, ০১:০২:১৮ রাত
ডঃ মুকাররাম হুসাইন ও ডঃ রুকাইয়ার প্রশংসা নাহয় নাই করলাম কারণ তারা নিজ গুণেই প্রশংসিত তাই বলে তাদের ঘর জুড়ে আগত নতুন মেহমানকে তো আর শুভেচ্ছা না জানিয়ে পারিনা?
তাদের ঘরে আগত ছেলে সন্তান মানে আমাদের ভাতিজাকে আন্তরিক অভিনন্দন।
আল্লাহ তাকে বাবা মায়ের জন্য কুররাতুল 'আইন বানায়ে দিন, আর উম্মাতের জন্য কন্ট্রিবিউটার হিসেবে কবুল করুন। আমিন।
কৃতজ্ঞতাঃ ডাঃ আঃ সালাম আযাদী
বিষয়: বিবিধ
৯৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন