G P A 5
লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ ডিসেম্বর, ২০১৬, ০৯:৫৯:১১ সকাল
আসসালামু'আলাইকুম!
এখন প্রায় সবাই GPA5 পায় তাই এটা এখন আর কারো আনোন্দিত বা মাথাব্যাথার খবর না বরং এখন মানুষ জানতে চায় কেউ ফেল করছে কিনা?
না কারো ফেলের খবরও দিতে পারছিনা বলে দুঃখিত।
যে খবর শুনে মানুষ এখন আর প্লুকিত হয়না সে খবর দিয়েই বা লাভ কি?
আমার ছোট কন্যা 'জিনান তাসনীম' যে ঢাকার মণিপুর স্কুলের মূল বালিকা শাখা থেকে GPA5 পেয়েছে সে খবরটাও দিতে পারছিনা।
বিষয়: বিবিধ
১০৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
হি হি হি,
হুম্ম,কেউ খবরটা জানতে ও পারলো না
সালাউদ্দিন কাদের চোধুরীর মতই জবাব।
মন্তব্য করতে লগইন করুন