মাফ করে দাও প্রভূ
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ জুন, ২০১৬, ১১:০৭:৪৩ রাত
বছর ঘুড়ে সবার ঘরে
ফের এল রমজান
গুনাহ মাফের জন্য প্রভূ
বড়ই মেহেরবান।
সিয়াম করি কিয়াম করি
তওবা করি সবে
মা-বাবার সেবা করি
মাফ করিবেন রবে।
ভাই বন্ধুরা মিলে মিশে
ইফতার করি সাথে
নিজের খাবার দেই তুলে
গরীব দুঃখির পাতে।
ঝগড়া বিবাদ করবনা কেউ
সিয়াম কিয়ামের মাসে
সারাটা মাস থাকব আমরা
মজলুমানের পাশে।
গুনাহ মাফের এই মৌসুমে
মাফ করে দাও প্রভূ
কথা দিলাম গুনাহের কাজ
করব না আর কভু।
=== আবু জারীর
রিয়াদঃ ০৯-০৬-২০১৬ইং
বিষয়: সাহিত্য
১৩১৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাযাকাল্লাহ...
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন