মাফ করে দাও প্রভূ

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ জুন, ২০১৬, ১১:০৭:৪৩ রাত

বছর ঘুড়ে সবার ঘরে

ফের এল রমজান

গুনাহ মাফের জন্য প্রভূ

বড়ই মেহেরবান।

সিয়াম করি কিয়াম করি

তওবা করি সবে

মা-বাবার সেবা করি

মাফ করিবেন রবে।

ভাই বন্ধুরা মিলে মিশে

ইফতার করি সাথে

নিজের খাবার দেই তুলে

গরীব দুঃখির পাতে।

ঝগড়া বিবাদ করবনা কেউ

সিয়াম কিয়ামের মাসে

সারাটা মাস থাকব আমরা

মজলুমানের পাশে।

গুনাহ মাফের এই মৌসুমে

মাফ করে দাও প্রভূ

কথা দিলাম গুনাহের কাজ

করব না আর কভু।

=== আবু জারীর

রিয়াদঃ ০৯-০৬-২০১৬ইং

বিষয়: সাহিত্য

১২৬৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

371574
১০ জুন ২০১৬ রাত ১২:৩৪
ইরফান ভাই লিখেছেন : অসাধারন। পিলাচ।pdf করে নিচ্ছি।বন্ধুদের শেয়ার করব।
371587
১০ জুন ২০১৬ সকাল ০৫:০৪
কুয়েত থেকে লিখেছেন : গুনাহ মাফের জন্য প্রভূ বড়ই মেহেরবান ভালো লাগলো অনেক অনেক ধন্যবাদ
০৪ জুলাই ২০১৬ দুপুর ০২:০৫
310300
আবু জারীর লিখেছেন : এই রমাদানে আল্লাহ আমাদের মাফ করেদিন। আপনাকেও ধন্যবাদ।
371598
১০ জুন ২০১৬ সকাল ০৬:৪০
ফারদিন ইসলাম লিখেছেন : খুব সুন্দর হয়েছে । ফেইসবুকের পাশাপাশি ব্লগেও এক্টিভ আছেন । মাশাআল্লাহ ।
০৪ জুলাই ২০১৬ দুপুর ০২:০৬
310301
আবু জারীর লিখেছেন : চেষ্টা করছি কিন্তু সময়ের অভাবে নিয়মিত হতে পারছিনা। ধন্যবাদ।
371607
১০ জুন ২০১৬ সকাল ১১:১৪
হতভাগা লিখেছেন : ''রাব্বি আন্নি মাগলুবুন ফানতাসির''
০৪ জুলাই ২০১৬ দুপুর ০২:০৬
310302
আবু জারীর লিখেছেন : আমিন ইয়া রব্বাল আলামিন।
371651
১০ জুন ২০১৬ রাত ১১:১৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
জাযাকাল্লাহ...
০৪ জুলাই ২০১৬ দুপুর ০২:০৭
310303
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
ধন্যবাদ
372464
১৯ জুন ২০১৬ সকাল ১১:১৪
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আমিন।
০৪ জুলাই ২০১৬ দুপুর ০২:০৭
310304
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File