হালকা নাড়াচাড়া টেরপেলেও আমরা অনেকেই ডাক শুনিনা!

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ এপ্রিল, ২০১৬, ০৯:৩৬:২২ রাত

হালকা নাড়াচাড়ায়ই সবাই বিল্ডিং ছাড়া, অথছ যিনি নাড়াচাড়া দিলেন তার পক্ষ থেকেই যখন মুয়াজ্জিন ডাকছিলেন, 'হাইয়ালাস সালাহ, হাইয়ালাল ফালাহ, নামাজের দিকে আস, কল্যাণের দিকে আস' তখন সেই ডাকে কেউ সাড়া দেয়ার প্রয়োজন মনে করলনা বরং সবাই বিল্ডিং এর ভিতরে চলে গেল!

হ্যা, বাস্তব অভিজ্ঞতায় এমনটাই দেখলাম আজ। সবে এশার আজান হয়েছে তাই নামাযের জন্য প্রস্তুতি নিচ্ছিলা, অমনি ভূমিকম্প অনুভুত হল। সিদ্ধান্ত নিলাম টুপি পাঞ্জাবী নিয়ে মসজিদের দিকেই রওয়ানা দেই। ইতিমধ্যে বাচ্চারা বের হয়ে গেছে, স্ত্রীও যাই যাই ভাব কিন্তু আমাকে ফেলে যেতে পারছেনা। আর আমি আছে টুপি পাঞ্জাবীর খোজে!

টুপি পাঞ্জাবী নিয়ে দড়জার কাছে যেতে যেতে স্ত্রীও স্বামীর মায়া ছেড়ে নিজের প্রাণ নিয়ে বের হয়ে গেছে। এমতাবস্থায় সিদ্ধান্ত পরিবর্তন করে ভিতরেই বসে রইলাম। অবশ্য ততক্ষণে ভূমিকম্প থেমে গেছে। আলহামদুলিল্লাহ।

ভূমিকম্প থেমেগেলে, আমি যখন মসজিদের দিকে যাচ্ছিলাম তখন সবাই বাহির থেকে বিল্ডিং এর ভিতরে প্রবেশ করছিল অথছ তখন পার্শ্বর মসজিদে এশার নামায শুরু হতে যাচ্ছে। মসজিদের কাছে গিয়ে আরো আশ্চর্য হয়ে দেখলাম, যে সব দোকানী ভূমিকম্পের কারণে দোকান বন্ধ করে রাস্তায় নেমে পরেছিল তারাও দোকান খুলে আবার পসরা সাজিয়ে বসছে, অথছ পাশেই মসজিদে নামায শুরু হয়ে গেছে।

হে আল্লাহ! এই গাফেল জাতিকে হেদায়েত দাও এবং সবাইকে তোমার দিকে রজু করে দাও। আজকের এই সংকেত যেন তাদেরকে আগামীকালের নববর্ষের শিরক থেকে মুখ ফিরিয়ে নিয়ে একমাত্র তোমার এবাদত করতে সায়ক হয় সেই তাওফিক দাও।

বিষয়: বিবিধ

১৩৮৩ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365662
১৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৮
আফরা লিখেছেন : হে আল্লাহ! এই গাফেল জাতিকে হেদায়েত দাও এবং সবাইকে তোমার দিকে রজু করে দাও ।আমীন ।
১৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৪
303401
আবু জারীর লিখেছেন : আমিন, ছুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন।
365665
১৩ এপ্রিল ২০১৬ রাত ১০:০১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : তবুও মুসল্লি কিছু বেশি হয়েছিল নাকি। যদিও আমি অসুস্থতার জন্য কিছুদিন ঘরেই নামাজ পড়ছি। আল্লাহ একটা সংকেত দিয়েছেন আমাদের।
১৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৫
303402
আবু জারীর লিখেছেন : বরং কম হয়েছে। কারণ তখন তারা ঘরে ফিরতে এবং দোকান খুলতে ব্যস্ত ছিল।
365685
১৪ এপ্রিল ২০১৬ রাত ১২:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি ছাদেও যাইনি, নিচেও নামিনি। আমিতো খাট ছেড়ে ফ্লোরে শুয়ে ভূমিকপের ধাক্কায় দোলাচলে দুলে যাচ্ছি। তারপর দরজায় যেয়ে দেখি ভূমিকম্প শে. আর বাকি সবাই হাউ মাউ করে ছাদে দোউড়াচ্ছে।

এর আগে হয়েছিল ফজরের আগে, কিন্ত নামাজ ফেলে ফেসবুকে স্ট্যাটাসের ধুম পড়ে গেছে। এমনি হয়রে ভাই!
১৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৭
303403
আবু জারীর লিখেছেন : ভূমিকম্পের স্থায়ীত্ব এক মিনিটও হয়না তাই হুরহুরি করে নিচে যাওয়ার সময় নাই বরং এই ফাকে তওবা করে কালেমা পড়ে নিজেকে প্রস্তুত করে নেয়াই উত্তম।
365696
১৪ এপ্রিল ২০১৬ রাত ০১:১১
শেখের পোলা লিখেছেন : হয়তবা বড়কিছুর আগে এটা সাবধানতার জন্য দেওয়া হচ্ছে৷ আল্লাহ আমাদের সাবধান হবার তৌফিক দিন৷
১৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৭
303404
আবু জারীর লিখেছেন : আমিন, ছুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন।
365697
১৪ এপ্রিল ২০১৬ রাত ০২:১৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আসলেই মানুষের ভয় ভীতিও কমে গেছে গাফেল হয়ে গেছে এই গাফিলতির পরিনাম আমাদের ভোগ করতে হবে
১৪ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৮
303405
আবু জারীর লিখেছেন : আল্লাহ ভিতি কমে গেছে কিন্তু ভূমিকম্প ভিতি আগের চেয়েও বেড়ে গেছে।
365751
১৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

জাযাকাল্লাহ..

কিন্তু জাতির/আমজনতার অভিব্যক্তি অনেকটা এ রকম-

আমরা "মুসলিম"/"বাঙ্গালী" দুঃসাহসী জাতি, ওসবে কেয়ার করিনা,
আমরা "প্রাকৃতিক দুর্যোগ" কে "মোকাবিলা" করতে অভ্যস্ত,
বীরের জাত কখনো মরণে ডরেনা!!
০১ মে ২০১৬ রাত ১০:৩৮
305072
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
বিপদ কেটে গেলে সবাই বীর বাংগালী!
366577
২১ এপ্রিল ২০১৬ রাত ০৪:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন : আমরা যেন দিন দিন কেমন হয়ে যাচ্ছি।
০১ মে ২০১৬ রাত ১০:৩৯
305074
আবু জারীর লিখেছেন : নানাবিদ মিডিয়ার জোয়ারে দীন থেকে দূরে সরে যাচ্ছি।
368383
০৮ মে ২০১৬ দুপুর ১২:২৯
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া ইসলামকে সমাজের সর্বস্তরে কায়েম করতে হলে এই জন্যই রাষ্ট্রীয় ক্ষমতা দরকার। সৌদিআরব তার উত্তম উদাহরণ, যেখানে আজানের পর সব বন্ধ করে মসজিদে যাওয়া বাধ্যতামূলক
০৮ জুন ২০১৬ রাত ১২:৪৩
308127
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।
হুম! সর্বস্তরে যদি তারা দীন কায়েম করতে পারত তাহলে তারা দুনিয়ার বুকে ইসলামের মডেল হতে পারত কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সর্বস্তরে এখানেও দীন কায়েম নেই।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File