মীর ভ্রাতা

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৭ এপ্রিল, ২০১৬, ১০:৪০:৪৩ সকাল

মীর কাছিম আর মীর নাছিম

আপন দুটি ভাই

ভাই হিসেবে নাছিম কাছিমের

নাই তুলনা নাই।

মারামারি আর ডাংকাবাজি

চলত একই সাথে

গলাগলি ধরে ঘুমাতো

দিবশ কিংবা রাতে।

স্কুল কলেজেও ছিল দু'ভাই

একে অন্যের ছায়া

মেডিকেল বিশ্ববিদ্যালয়েও

অটুট ছিল নাছিম কাছিমের মায়া।

বিয়ে সাদীও একই সাথে

একই বাগানের ফুল

বোননা হলেও বান্ধবী তারা

ছিলনা যাদের তুল।

দীন কায়েমের সংগ্রামেও

দু'ভাই ছিলেন সাথী

বাতিল শক্তির রোষানলে

কাটছে জেলে রাতি।

দয়া কর হে দয়াময়

নাছিম কাছিমের তরে

শেষ বিকেলের এই বয়সে

দাও ফিরিয়ে ঘরে।

বিষয়: বিবিধ

১০২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364897
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : খুব ভাল্লাগছে রে দাদা।
অনুরোধ রাখার জন্য শুকরিয়া।
মীর ভাইদের অবিচ্ছেদ্য হয়ে থাকা থেকে বিভক্ত মুসলিম জাতী শিক্ষা গ্রহণ করুক।
এই আসাই যেন শেষ আসা না হয়।
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪০
302718
আবু জান্নাত লিখেছেন : আজ কাল বানানের অকাল যাচ্ছে মনে হয়!
এই আসাই যেন শেষ আসা না হয়।

এগুলো কি হচ্ছে? ছাত্রত্ব শেষ বলে কি ঘিলু সব উধাও হয়ে গেল? :Thinking :Thinking
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪২
302719
আবু জান্নাত লিখেছেন : স্যরি আপনাদের ভেধ বুঝতে সময় লেগেছে। আসলে আমারই ঘিলু কমে যাচ্ছে Crying Crying Crying
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:০৩
302720
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিরে জান্নাতের আব্বা, এখানে আমিতো কোন ভুল দেখছিনা!!!!!
364901
০৭ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৩
আবু জান্নাত লিখেছেন : অনেক দিন পর ছন্দময় কবিতা নিয়ে হাজির হলেন। এখনো দেশে মনে হয়! ভালো থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File