মীর ভ্রাতা
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৭ এপ্রিল, ২০১৬, ১০:৪০:৪৩ সকাল
মীর কাছিম আর মীর নাছিম
আপন দুটি ভাই
ভাই হিসেবে নাছিম কাছিমের
নাই তুলনা নাই।
মারামারি আর ডাংকাবাজি
চলত একই সাথে
গলাগলি ধরে ঘুমাতো
দিবশ কিংবা রাতে।
স্কুল কলেজেও ছিল দু'ভাই
একে অন্যের ছায়া
মেডিকেল বিশ্ববিদ্যালয়েও
অটুট ছিল নাছিম কাছিমের মায়া।
বিয়ে সাদীও একই সাথে
একই বাগানের ফুল
বোননা হলেও বান্ধবী তারা
ছিলনা যাদের তুল।
দীন কায়েমের সংগ্রামেও
দু'ভাই ছিলেন সাথী
বাতিল শক্তির রোষানলে
কাটছে জেলে রাতি।
দয়া কর হে দয়াময়
নাছিম কাছিমের তরে
শেষ বিকেলের এই বয়সে
দাও ফিরিয়ে ঘরে।
বিষয়: বিবিধ
১০২৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অনুরোধ রাখার জন্য শুকরিয়া।
মীর ভাইদের অবিচ্ছেদ্য হয়ে থাকা থেকে বিভক্ত মুসলিম জাতী শিক্ষা গ্রহণ করুক।
এই আসাই যেন শেষ আসা না হয়।
এগুলো কি হচ্ছে? ছাত্রত্ব শেষ বলে কি ঘিলু সব উধাও হয়ে গেল? : :
মন্তব্য করতে লগইন করুন