শায়খ হযরত দের কাছে থেকে যে কথা মুসলিম উম্মাহর কাম্য নয়।
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৮ জানুয়ারি, ২০১৬, ০৮:২৬:০২ রাত
যে সব বন্ধুগণ মনে করেন জামায়াত ইখওয়ান ফিরকী সংগঠন এবং কাফের দের মোকাবেলা পরে করা যাবে আগে জামায়াত ইখওয়ানের গোষ্ঠি উদ্ধার করতে হবে তাদের অবগতির জন্য বলবঃ সংগঠন দুটি মোটেই ফিরকি নয় বরং বিশ্বব্যাপি দীনে দাওয়াত ও তার দাবী অনুজায়ী খেলাফত প্রতিষ্ঠায় প্রচেষ্টা রত খাটি ইসলামী সংগঠন।
আপনারা যতই বিরক্তি হননা কেন এবং দুনিয়া থেকে এদের মিটিয়ে দিতে চেষ্টা করুণ না কেন আশ করি সফল হবেন না।
আপনাদের কাছে বিনীত অনুরোধ, এ সংগঠন দুটির ভুল ধরিয়ে দিয়ে সংশোধনের জন্য আন্তরিকতা সহ চেষ্টা করুণ কিন্তু এদের মিটিয়ে ফেলার এরাদা বদল করুণ। এদের প্রচেষ্টার ফলে আল্লাহর জমিনে যদি আল্লাহর খেলাফত কায়েম হয় তাহলে মনে রাখবেন মানুষের আক্বিদা সঠিক করা এবং জাতিকে শিরক বিদায়াত মুক্ত করার দায়িত্ব আপনাদের উপরেই বর্তাবে, কারণ এবিষয় গুলোর উপর আপনারা গবেষনা করছেন এবং যার ফলও আমরা সহ পুরা মুসলিম উম্মাহ পাচ্ছে।
আপনাদের নেক নিয়তের কারণে আমরা অনেকেই দীনের অনেক বিষয় সম্পর্কে অবগত হচ্ছি এবং সে অনুজায়ী আমলও করছি। তাই আপনাদের প্রতি আমাদের বুক ভরা ভালোবাসা আছে যদিও আপনারা আমাদেরকে মিটিয়ে দিতে স্বচেষ্ট!
আমরা মনে করি যদি আমরা হকের পথে থাকি তাহলে আল্লাহ তাঁর দীনের এই সংগঠন দ্বয়কে কিয়ামত পর্যন্ত জারি রাখবেন তা যে নামেই হোকনা কেন। আর এই সংগঠন দ্বয় দীনে হক প্রতিষ্ঠার এই সংগ্রাম অব্যাহত রাখবে তাতে জান মালের যতই কুরবানী দিতে হোক না কেন, ইনশা'আল্লহ,।
বিষয়: বিবিধ
১২৫৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জামায়াতকে ত্রুটি মুক্ত করে আল জামায়াতে পরিণত করতে পারি।
ধন্যবাদ।
রাজখানা পেটে গেলে ইখলাসে ঘাটতি পড়ে- এটা আকাবীরদের জীবন থেকে জেনেছি!!
তবে ব্যতিক্রম সবকিছুতেই থাকে, আছে, থাকবে!!
জাযাকাল্লাহ....
আমাদের কথাগুলোকে মুছতে চেয়েও বহুদিন
মুছে দিতে ওরা কেউ পারেনি.।
সত্যের কথা মোরা বলেই যাবো-
বাধার পাহাড় যত মাড়িয়ে....
মানিনি মানিনা মানবোনা কোনদিন স্বৈরাচারীর...
মন্তব্য করতে লগইন করুন