আবু লাহাবের বৌ
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৩ নভেম্বর, ২০১৫, ০৮:৫০:৩৭ সকাল
আমার ভাইকে মারল যারা
যেই হায়েনার দল
প্রভূ তাদের দাও খাইয়ে দাও
তোমার ঝাক্কুম ফল।
অহঙ্কারী ওরা বড়
করছে বাড়াবাড়ি
মাওলা আমার ঢিল দিওনা
খিচ ওদের দড়ি।
চুর্ণ কর দর্প ওদের
ফেরাউনের মত
ধ্বংস কর এই দুনিয়ার
বৌ লাহাবের যত।
বিষয়: সাহিত্য
১৩৯৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অভিসম্পাতের তীব্রতায় ধ্বংশের শেষ প্রান্তে পৌছেবে জুলুমবাজরা ইনশা আল্লাহ!
ছন্দময় অভিসাপে আমিন ছুম্মা আমিন!
আল্লাহ পূর্বাপর একই পরিণতির দিকে ওদের নিয়ে যাবেন।
ধন্যবাদ আপু।
মন্তব্য করতে লগইন করুন