শক্তের ভক্ত, নরমের জম
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৪:১২ দুপুর

শক্তের ভক্ত আমরা
নরমের জম
শান্তির কথা বলি
মানি কিন্তু কম।
বিষয়: সাহিত্য
১৫৮৯ বার পঠিত, ২০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
'ভদ্রতাকে' দুর্বলতা ভাবা হয়।
'বিনয়' মনোভাবকে বেকুপি ভাবা হয়।
'চরিত্রবানকে' আনস্মার্ট ভাবা হয়।
'সালাম' দেওয়াকে সেকেলে ভাবা হয়।
'ক্ষমা' করাকে ভীত সন্ত্রস্ত ভাবা হয়।
'উদারতা' কে আহম্মক ভাবা হয়।
আবার
শঠতা কে, বুদ্ধিমান মনে করা হয়।
ঘুষ খাওয়াকে, বিজ্ঞতা মনে করা হয়।
কপটতাকে চিন্তাশীল মনে করা হয়।
সুদ খাওয়াকে ব্যবসা মনে করা হয়।
প্রচুর উদাহরন এসব হয়েছে এবং হচ্ছে এই কারণে যে মানুষের কাছে মৌলিক গুনাবলীর কদর কমে গেছে। অনেক ধন্যবাদ
ধন্যবাদ।
কবিতাটা ছোট এ্তো?
ফুরালো কি দম??
কথাগুলো ছোট নয়-
শুনি হরদম!!
জাযাকাল্লাহ.
হ্যা ভাই দম ফুরায়নি বাট আটকে গিয়েছিল।
কবিতাটা লেখা শুরু হতেই একটা ভিডিও কল আসে। ভিডিও কল আসলে এদিক ওদিক তাকানর সুযোগ থাকেনা।
তাই যতটুকু লিখেছি তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।
আজকাল দিন যা পরেছে বুঝেনইতো এদিক ওদিক করার সুযোগ নাই।
বেশী কিছু বললে হযরত ওমর (রাঃ)এর চার মাসের বানি শুনিয়ে খামস করে দেয়।
ধন্যবাদ।
অনু কবিতা বেশ লাগলো!
পরমাণুও বলতে পারেন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
বুদ্ধিমান তাকে বলি করে যে শঠতা।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন