শক্তের ভক্ত, নরমের জম

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৪:১২ দুপুর



শক্তের ভক্ত আমরা

নরমের জম

শান্তির কথা বলি

মানি কিন্তু কম।

বিষয়: সাহিত্য

১৫৪৩ বার পঠিত, ২০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

340653
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হুম কথা সইত্য
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৪
282111
আবু জারীর লিখেছেন : সত্য কথাকে এখন আর কেউ মূল্য দিতে চায় না।
ধন্যবাদ।
340657
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বর্তমানে
'ভদ্রতাকে' দুর্বলতা ভাবা হয়।
'বিনয়' মনোভাবকে বেকুপি ভাবা হয়।
'চরিত্রবানকে' আনস্মার্ট ভাবা হয়।
'সালাম' দেওয়াকে সেকেলে ভাবা হয়।
'ক্ষমা' করাকে ভীত সন্ত্রস্ত ভাবা হয়।
'উদারতা' কে আহম্মক ভাবা হয়।

আবার

শঠতা কে, বুদ্ধিমান মনে করা হয়।
ঘুষ খাওয়াকে, বিজ্ঞতা মনে করা হয়।
কপটতাকে চিন্তাশীল মনে করা হয়।
সুদ খাওয়াকে ব্যবসা মনে করা হয়।

প্রচুর উদাহরন এসব হয়েছে এবং হচ্ছে এই কারণে যে মানুষের কাছে মৌলিক গুনাবলীর কদর কমে গেছে। অনেক ধন্যবাদ
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৫
282112
আবু জারীর লিখেছেন : একদম খাটি কথা বলেছেন মুহতারাম টিপু ভাই। মানুষের যে মনুষত্ব বোধ তা আজ একটা বড় অংকের মানুষের মধ্যেই অনুপস্থিত।
ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৩
282222
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ১০০%
340665
০৯ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৫৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

কবিতাটা ছোট এ্তো?
ফুরালো কি দম??

কথাগুলো ছোট নয়-
শুনি হরদম!!


জাযাকাল্লাহ.
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:২৯
282113
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়ারহমাতুল্লাহ!
হ্যা ভাই দম ফুরায়নি বাট আটকে গিয়েছিল।

কবিতাটা লেখা শুরু হতেই একটা ভিডিও কল আসে। ভিডিও কল আসলে এদিক ওদিক তাকানর সুযোগ থাকেনা।

তাই যতটুকু লিখেছি তাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে।

আজকাল দিন যা পরেছে বুঝেনইতো এদিক ওদিক করার সুযোগ নাই।

বেশী কিছু বললে হযরত ওমর (রাঃ)এর চার মাসের বানি শুনিয়ে খামস করে দেয়।
ধন্যবাদ।
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৩২
282158
আবু সাইফ লিখেছেন : বেশী কিছু বললে হযরত ওমর (রাঃ)এর চার মাসের বানি শুনিয়ে খামস করে দেয়।
Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
Winking) Winking) Winking) Winking) Winking) Winking)
Praying Praying Praying Praying Praying
340688
০৯ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৪০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম ।
অনু কবিতা বেশ লাগলো! Good Luck
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩০
282114
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়ারহমাতুল্লাহ!
পরমাণুও বলতে পারেন।
ধন্যবাদ।
340702
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সেই জন্য শক্ত হওয়া উচিত।
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:১১
282117
আবু জারীর লিখেছেন : ইয়েস। আমিও তাই বলি।
ধন্যবাদ।
340736
০৯ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৩৬
মাজহারুল ইসলাম লিখেছেন : দেশের বর্তমান যেই অবস্থা এতে সব সময় শক্ত অবস্থায় চলা উচিত।
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৬
282427
আবু জারীর লিখেছেন : হুম! তবে শক্ত অবস্থান নিতে বাহুতে বল থাকা চাই।
ধন্যবাদ।
340792
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:০৪
প্যারিস থেকে আমি লিখেছেন : উপস্হিতি বুঝালেন বুঝিম
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৭
282428
আবু জারীর লিখেছেন : তা বলতে পারেন।
ধন্যবাদ।
340799
১০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৫০
ইবনে হাসেম লিখেছেন : অনুকাব্য কি এটাকেই বলে? ব্ল্যাক মেইলিং এর একটা মহাসবক শিখলাম ভিডিও কলের মাধ্যমে, হা. হা. হা. হা.
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৭
282429
আবু জারীর লিখেছেন : জি ওস্তাদ।
ধন্যবাদ।
340817
১০ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৯:২৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : বিনয়ী হলে ভাবি দুর্বলতা,
বুদ্ধিমান তাকে বলি করে যে শঠতা।
১১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:২৮
282430
আবু জারীর লিখেছেন : আজকের দিনে এটাই বাস্তবতা।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File