আমায় একটা দড়ি কিন্না দে
লিখেছেন লিখেছেন আবু জারীর ৩১ আগস্ট, ২০১৫, ০৬:১৫:২৪ সন্ধ্যা
আমায় একটা দড়ি কিন্না দে
আমায় একটা রশি কিন্না দে!!
সেই দড়িতে ফাঁস লাগামু!!
মইরা যামু রে! ঐ
বৌ এর গায়ে হাত লাগাইছে
বৃষ্টির পানিতে চুবঞি দিছে
আমায় ওরা রে। ঐ
তোমরা যারা সনার ছেলে
আবার আমায় চুবঞি দিলে
কচু গাছে ঝুইলা যামুরে।। ঐ
বিষয়: সাহিত্য
১১৫৮ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফী জীদিহা হাবলুম মিম মাসাদ
অপেক্ষা করুন
একদম সহি উদাহরণঃ সূরা লাহাবের একালের উদাহরণ
ধন্যবাদ।
দিলাম
ম্যাডাম এর শাড়ি আছেনা!!
কিন্তু সে আসবে বলে মনে হয়না। আর না এলে ভিচি হওয়ার স্বাধও এ জনমে পুরা হবে না।
যথা আজ্ঞা ইনশা'আল্লাহ
মন্তব্য করতে লগইন করুন