আমায় একটা দড়ি কিন্না দে

লিখেছেন লিখেছেন আবু জারীর ৩১ আগস্ট, ২০১৫, ০৬:১৫:২৪ সন্ধ্যা

আমায় একটা দড়ি কিন্না দে

আমায় একটা রশি কিন্না দে!!

সেই দড়িতে ফাঁস লাগামু!!

মইরা যামু রে! ঐ

বৌ এর গায়ে হাত লাগাইছে

বৃষ্টির পানিতে চুবঞি দিছে

আমায় ওরা রে। ঐ

তোমরা যারা সনার ছেলে

আবার আমায় চুবঞি দিলে

কচু গাছে ঝুইলা যামুরে।। ঐ

বিষয়: সাহিত্য

১১৩০ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338870
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:২৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


ফী জীদিহা হাবলুম মিম মাসাদ

অপেক্ষা করুন
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৩
280294
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়া রহমাতুল্লাহ
একদম সহি উদাহরণঃ সূরা লাহাবের একালের উদাহরণ
ধন্যবাদ।
338871
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
আবু ফারিহা লিখেছেন : সনার ছেলেদের প্রশংসা দারুণ হয়েছে।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৪
280295
আবু জারীর লিখেছেন : সোনার ছেলেরা শেষপর্যন্ত স্যারকে বৃষ্টিতে ভিজিয়ে ছেড়েছে।
338872
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৬:৩৯
নাবিক লিখেছেন :
দিলাম Big Grin
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৫
280296
আবু জারীর লিখেছেন : দাম কত? উনি আবার ফাও জিনিস নেন না। তাছাড়া এটা বিজ্ঞান সম্মত ভাবে তৈরী কিনা তাও পরীক্ষা করে দেখতে হবে। কারণ কাজের সময় যদি ছিড়ে যায় তাহলে তার দায়িত্ব কে নিবে?
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৩৮
280313
নাবিক লিখেছেন : দামের ব্যবারট আপাতত বলতে পারছিনে, তবে ইহা 99.99% ভিজ্ঞ্যান সম্মতভাবে তৈরী। উনার মতো আট দশটা ষাঁড় একসাথে ঝুলে পড়লেও রশিটা ছিড়বেনা ইনশাআল্লাহ।
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৭
280403
আবু জারীর লিখেছেন : নিশ্চিন্ত হলুম। এ দড়ি ব্যবহার করলে স্যারের আশা নিশ্চয় পূরণ হবে।
338889
৩১ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৫২
আওণ রাহ'বার লিখেছেন : তার তওবা নসীব হলে সেটা হবে বড় পাওয়া!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৬
280297
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন তবে আপাতত কোন লক্ষণ দেখা যাচ্ছে না।
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৫
280310
প্যারিস থেকে আমি লিখেছেন : আম্নে কই থাইক্যা আওণ সাহেব।
338904
৩১ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে বেচারা
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৭
280298
আবু জারীর লিখেছেন : বেচারা! ড্রন না বানিয়ে যদি দড়ি পাকাত আর কচুগাছ লাগাত তাহলে এখন সময়ে কাজে লাগত।
338917
৩১ আগস্ট ২০১৫ রাত ০৯:৫৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দড়ি লাগব কেন??
ম্যাডাম এর শাড়ি আছেনা!!
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৭
280299
আবু জারীর লিখেছেন : ছাত্রীদের ওড়না থাকতে ম্যাডামের শাড়ি লাগবে ক্যান? ওনার বুঝি প্রেস্টিজে লাগবে না?
338941
০১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৪৫
প্যারিস থেকে আমি লিখেছেন : দড়ির সাথে কচু গাছ একটা লাগবো কইলাম।
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
280404
আবু জারীর লিখেছেন : কচু গাছের সমস্যা নাই। একদম দেশী কচুগাছ পেয়ে যাবে।
338968
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ০৫:৪৪
মাহবুব রহমান লিখেছেন : Thumbs Up
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১৯
280405
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
339014
০১ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ১২:৩৩
হতভাগা লিখেছেন :
ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না,

আমার এত সাধের কান্নার দাগ ধুয়ো না।

সে যেন এসে দেখে পথ চেয়ে তার কেমন করে কেঁদেছি॥
০১ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২০
280406
আবু জারীর লিখেছেন : আহা! মধু মধু!
কিন্তু সে আসবে বলে মনে হয়না। আর না এলে ভিচি হওয়ার স্বাধও এ জনমে পুরা হবে না।
১০
340398
০৮ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৯
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.. ভাই কবিতা ছেড়ে আবার নতুন গল্প লিখতে শুরু করুন.......।
০৯ সেপ্টেম্বর ২০১৫ দুপুর ০৩:৫৭
282062
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম ওয়ারহমাতুল্লাহ।

যথা আজ্ঞা ইনশা'আল্লাহ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File