বান্দরের নাচ!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৯ আগস্ট, ২০১৫, ০৭:৪৭:২৮ সন্ধ্যা
ইনিং নাচে মিনিং নাচে
মিতিং বাজায় ডুগডুগি
বান্দরের নাচ জমবে এবার
বিকবে ভালো কটকডি?
কে নাচিল কে নাচালো
দেখার সময় নাই
ভেল্কি বাজি দেখিয়ে হলেও
ক্ষমতার মসনদ চাই!
হায়রে পিতং হায়রে মাতং
শুধুই মায়া কান্না
শোক দিবসের নামেং শুধু
চলেং গরু রান্না।
কাঙ্গালীদের নামে, কাঙ্গালরা সব
করেং ভূরি ভোজ
আসল কাঙালদের রাখেনা কেউ
একটুং খানি খোজ!
আর কতকাল চলবেং আমরা
এমন গোলেং মালে
রাজনীতি আর পেটনীতিকে
আনতে হবেং হালে।
বিষয়: সাহিত্য
১৪৪৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
করেং ভূরি ভোজ
সুন্দর
ধন্যবাদ।
আপনার কলম-
পদ্যেও চরম!!!
সবই সম্মানিত বড় ভাইদের দুয়া।
ধন্যবাদ।
আপনি জানেন, এই শোক দিবস উপলক্ষ্যে করত জন গরীব বিরানী খেয়েছে।
ধন্যবাদ আপু।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন