বান্দরের নাচ!

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৯ আগস্ট, ২০১৫, ০৭:৪৭:২৮ সন্ধ্যা

ইনিং নাচে মিনিং নাচে

মিতিং বাজায় ডুগডুগি

বান্দরের নাচ জমবে এবার

বিকবে ভালো কটকডি?

কে নাচিল কে নাচালো

দেখার সময় নাই

ভেল্কি বাজি দেখিয়ে হলেও

ক্ষমতার মসনদ চাই!

হায়রে পিতং হায়রে মাতং

শুধুই মায়া কান্না

শোক দিবসের নামেং শুধু

চলেং গরু রান্না।

কাঙ্গালীদের নামে, কাঙ্গালরা সব

করেং ভূরি ভোজ

আসল কাঙালদের রাখেনা কেউ

একটুং খানি খোজ!

আর কতকাল চলবেং আমরা

এমন গোলেং মালে

রাজনীতি আর পেটনীতিকে

আনতে হবেং হালে।

বিষয়: সাহিত্য

১৩৯৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

338475
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সুরঞ্জিত কালো থেকে সাদা হতে পারলে ইনুর বেলায় কেন নয় ?
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:১৯
279954
আবু জারীর লিখেছেন : হুম! ঠিক বলেছেন।
ধন্যবাদ।
338478
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:০৯
রক্তলাল লিখেছেন : সুন্দরেং
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:২০
279955
আবু জারীর লিখেছেন : ধন্যেং
338480
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:১৩
উবায়দুল্লাহ রিয়াদ লিখেছেন : কাঙ্গালীদের নামে, কাঙ্গালরা সব

করেং ভূরি ভোজ
সুন্দর
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:২০
279956
আবু জারীর লিখেছেন : হুম! একটা বাহানা বানিয়ে চাঁদাবাজি আর বনভোজন।
ধন্যবাদ।
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৪৫
279960
উবায়দুল্লাহ রিয়াদ লিখেছেন : হুমGood Luck Good Luck Good Luck
338487
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:২৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : নাচানাচির ভেতরে আছে At Wits' End At Wits' End কাচাকাচি!
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩০
279958
আবু জারীর লিখেছেন : কাচাকাচি করেও যদি পরিষ্কার হত তাহলেও কথা ছিলনা। কিন্তু নাচানাচি কাচাকাচি করে পরিবেশটাই যে নষ্ট করে ফেলছে। সমস্যা সেখানে।
২৯ আগস্ট ২০১৫ রাত ০৮:৩১
279959
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ তাই...
338497
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:২০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


আপনার কলম-
পদ্যেও চরম!!! Thumbs Up Thumbs Up


২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:২৭
279963
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আচ্ছালাম।
সবই সম্মানিত বড় ভাইদের দুয়া।
ধন্যবাদ।
338505
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৩০
নাবিক লিখেছেন : ছড়াটা বেশ মজারেং, অনেক অনেক ধন্যবাদেং Cool
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৬
279970
আবু জারীর লিখেছেন : আপনাকেও অনেক অনেক শুভেচ্ছাং।
338514
২৯ আগস্ট ২০১৫ রাত ০৯:৪৩
এ,এস,ওসমান লিখেছেন : আরে ভাই শোক দিবস নিয়ে এত মারামারি কিসের Surprised
আপনি জানেন, এই শোক দিবস উপলক্ষ্যে করত জন গরীব বিরানী খেয়েছে।
২৯ আগস্ট ২০১৫ রাত ১০:০৮
279977
আবু জারীর লিখেছেন : ভালো ভালো শুনে খুশিত হলুম। কিন্তু কত মানুষকে যে নিজের ইচ্ছের বিরুদ্ধে চাঁদা দিতে হয়েছে তার হিসেব রাখে কজনে? আমার কয়েকজন ব্যবসায়ী বন্ধুকেও অনিচ্ছা সত্যেও চাঁদা দিতে হয়েছে। আবার শুনেছি গরু চুরি করেও নাকি.।.।।
338541
৩০ আগস্ট ২০১৫ রাত ১২:৫৬
আফরা লিখেছেন : বান্দরেং নাচং ভালং লাগছেং । ধন্যবাদ ভাইয়া ।
৩০ আগস্ট ২০১৫ সকাল ০৭:৩০
280006
আবু জারীর লিখেছেন : বান্দরের নাচং সবারই ভালো লাগে কিন্তু আখেরে পকেটের পয়সা খোয়া যায় এবং বাবা মায়ের বকা শুনতে হয়।
ধন্যবাদ আপু।
338558
৩০ আগস্ট ২০১৫ সকাল ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : গাধার দেশে বান্দর নাচবেই!!
৩০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫১
280085
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন।
ধন্যবাদ।
১০
338574
৩০ আগস্ট ২০১৫ দুপুর ১২:৪৭
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ আগস্ট ২০১৫ দুপুর ০৩:৫১
280087
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আহমদ মুসা ভাই।
১১
338753
৩১ আগস্ট ২০১৫ রাত ০৪:৩৫
প্যারিস থেকে আমি লিখেছেন : নামগুলো পরিবর্তন করেছেন তাইলে।
৩১ আগস্ট ২০১৫ সকাল ০৮:৪০
280173
আবু জারীর লিখেছেন : সরাসরি নাম নিয়ে ব্লগে লিখতে চাইনি তাই।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File