বেগম জিয়ার ৭০তম জন্মদিনের কেক না কাটা কি ভদ্রতা না কি দূর্বলতা?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৬ আগস্ট, ২০১৫, ০১:১৪:৩০ রাত
বেগম জিয়া যে এবছর কেক কেটে জন্ম দিন পালন করলেন না, এটা কি নাহায়েতই ভদ্রতা নাকি আদিখ্যেতা?
যাদের সাথে ভদ্রতা করলেন তারা কি ভদ্রতার মূল্য দিতে জানে? নাকি ভদ্রতাকে দূর্বলতা হিসেবে গণ্য করে চুড়ান্ত ভাবে আপনার সাথে অভদ্র আচরণ করে এখন সেটাই দেখার বিষয়।
বেগম জিয়ার এই ভদ্রতাকে দূর্বলতা হিসেবে গণ্য করে বিগত দিনগুলোর কেক কাটাকে হিংসার বহিঃপ্রকাশ হিসেবে নিয়ে আওয়ামিলীগ যে নতুন আইন পাশ করবেনা তার কি কোন গ্যারান্টি আছে? এমনও হতে পারে যে সর্বোচ্চ মৃত্যু দন্ডের শাস্তি রেখে শীঘ্রই ট্রাইব্যুনালের মাধ্যমে বেগম জিয়ার বিচার করার উদ্যগ নিতে পারে অবৈধ এই অনির্বাচিত অগণতান্ত্রিক সরকার।
মাননীয় নেত্রী, জাতীয়তাবাদী দলে আপনিই একমাত্র পুরুষ বাকিরা সব হিজড়া স্যামনয় দুই একজন হয়ত মহিলা আছে। তাই তাদের উপর ভরসা করা বাতুলতা ছাড়া আর কিছুই নয়।
অতএব, রাজনীতির ময়দানে যখন নেমেছেনই দয়া করে কোন হিজড়ার কথায় সিদ্ধান্ত বদলাবেন না, রনে ভঙ্গ দিবেন না প্লিজ! সুবিধাবাদী কোন নেতা বা উপদেষ্টার প্ররোচিত না হয়ে কাজ চালিয়ে যাবেন এটাই দেশবাসির প্রত্যাশা।
আপনাকে আর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই আর তা হলঃ আপনি এবং আপনার স্বামী যতবার ক্ষমতায় এসেছেন তা শুধু মাত্র আল্লাহর অনুগ্রহে। কিন্তু যিনি আপনাদের উপর এতটা অণুগ্রহ করেছেন সেই মহান আল্লাহর হুকুম মানার ব্যাপারে আপনাদের ইচ্ছা এবং আগ্রহ কতটুকু আন্তরিক ছিল দয়া করে ভেবে দেখবেন।
ভবিষ্যতে আল্লাহ্ যদি আপনার প্রতি বা আপনার ছেলের প্রতি অনুগ্রহ করেন তাহলে প্লিজ আল্লাহকে ভুলে যাবেন না। তাঁর হুকুমের লঙ্ঘন করবেন না বারং ইনসাব ভিত্তিক, সবার জন্য বাস যোগ্য একটা সোনার বাংলাদেশ গড়বেন এটাই দেশের ধর্ম বর্ণ নির্ব শেষে শান্তি প্রিয় সকল মানুষের কামনা।
বিষয়: রাজনীতি
১৩২৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নাহলে আজ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়ে ক্ষমতার কেন্দ্রে থাকতেন তারেক।
ধন্যবাদ।
খালেদা জিয়া এখন হিস্ট্রি , তার দল ও জোটও এখন হিষ্ট্রি ।
এভাবে চলতে থাকলে হিস্ট্রির পাতায়ও স্থান হবেনা।
-হয়ত ঘটা করে কাটে নি, তবে কেটেছে।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন