বন্ধুর কন্যা

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৬ আগস্ট, ২০১৫, ০৮:৫৭:১৮ রাত



বন্ধু তোমার কন্যা অতি

দেখতে লাগছে ভালো

আশা করি সোনা মণি

ছড়িয়ে দিবে আলো।

গর্বে তোমার বুক ভরবে

হবে তুমি ধন্য

বন্ধু আমি দুয়া করি

তোমার বেবীর জন্য।

বিষয়: সাহিত্য

১৭৮৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

334180
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:০১
জবলুল হক লিখেছেন : Rose Rose Rose Rose
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৬
276296
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
334181
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:০৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Excellent Excellent Thumbs Up Thumbs Up খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৬
276297
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ ভাই। ভালো থাকুন।
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:২৮
276333
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
ইসলাম পূর্ব-আরব জাহেলিয়াতে নারীর অবস্থান :

আরব জাহানের কয়েকটি গোত্র কন্যা শিশু সন্তান হত্যায় বেশ প্রসিদ্ধ ছিল। জালেমরা কন্যাদের জীবিত দাফনকে বড়ই কৃতিত্বের কাজ বলে জাহির করত। সেই নির্লজ্জ কাজের জন্য বড়াইও করত। কন্যা শিশু জন্ম হলেই কি প্রতিক্রিয়া হতো আল্‌ কোরআনের ভাষায় : "তাদের কাউকে যখন কন্যা সন্তানের জন্ম সংবাদ দেয়া হত, তখন তাদের চেহারা কালো মলিন হয়ে যেত, সে হয়ে পড়ত মর্মাহত। তাকে যে সংবাদ দেয়া হল সে লজ্জায় সে সমাজের লোকদের থেকে পালিয়ে বেড়াত। সে ভাবে সে কি অপমান বয়েই চলবে নাকি তাকে মাটির নীচে লুকিয়ে ফেলবে-বুঝে দেখ, কি মন্দ ফয়সালা সে নিচ্ছে।"(সূরা আন নাহল : ৫৭-৫৮) যারা এই সব মন্দ ও ঘৃণ্য কাজ করেছে, (কন্যাদের জীবন্ত মাটিকে পুঁতে ফেলেছে) তাদের কাল আদালতে আখেরাতে জিজ্ঞাসা করা হবে। কোরআনের বর্ণনায় : "যখন প্রোথিত কন্যাদিগকে জিজ্ঞেস করা হবে, কোন্‌ অপরাধে তাদেরকে এমন ভাবে হত্যা করা হয়েছে?" (সূরা আত তাকবীর : ৮-৯) ইসলামের নবী এসে নারীদের সেই অন্ধকার গহ্বর থেকে রানীর সিংহাসনে বসিয়েছেন।
334187
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:২৭
আফরা লিখেছেন : ওমা ---- কি সুন্দর করে শাড়ী পড়েছে !! এক্কেবারে পাকনা বুড়ির মত লাগছে । ধন্যবাদ ভাইয়া ।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৮
276298
আবু জারীর লিখেছেন : তুমিও ছোট্ট বেলায় এমনটা পড়তে বুঝি?
নতুন কোন খবর পেলে তোমাকে নিয়েও এমন একটা কবিতা লিখে ফেলব তবে সেজন্য তার একখান ফটু লাগবে। অবশ্য অনুমতি না পেলে তা প্রকাশ করব না।
ধন্যবাদ।
334193
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : বন্ধুর কন্যার জন্য
আপনার ছন্দ স্রোত,
দূরে যাক দূরে যাক
হিংসা বিদ্ধেষ ক্রোধ।

আন্তরিকতা ভালোবাসায়
প্রকাশ পেয়েছে ছন্দ,
সুস্থ মননশীলতায় ভরুক মন
লোকালয়ে বাড়োক আননদ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৭
276833
আবু জারীর লিখেছেন : মাশা'আল্লাহ আপনি দেখি সুন্দর কবিতা লিখে মন্তব্য করেছেন।
ধন্যবাদ ভাই।
334199
০৬ আগস্ট ২০১৫ রাত ১০:০১
আবাবীল লিখেছেন : মা'মনিটার নাম কি জারীর ভাই?
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৮
276834
আবু জারীর লিখেছেন : বাবুটার নামটা জেনে নিতে হবে।
ধন্যবাদ।
334214
০৭ আগস্ট ২০১৫ রাত ০১:০৯
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Rose Rose Rose Rose Rose Rose
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৮
276835
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
334230
০৭ আগস্ট ২০১৫ রাত ০২:৩০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভালো লাগলো.,অনেক অনেক ধন্যবাদ ..
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৮
276836
আবু জারীর লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
334236
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৫:৪৩
নাবিক লিখেছেন : আপনার বন্ধুর কন্যার শুভকামনায় Rose Rose
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৯
276837
আবু জারীর লিখেছেন : আপনার জন্যও শুভ কামনা।
ধন্যবাদ।
334241
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৭:১১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বঙ্গবন্ধুর কন্যা নয়!!!
তাই ভাল লাগল।
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:২৯
276838
আবু জারীর লিখেছেন : বঙ্গ বন্ধুর কন্য নয় বাল্য বন্ধুর কন্যা।
ধন্যবাদ।
১০
334255
০৭ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৫
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার Thumbs Up
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:৩০
276839
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ আপু।
১১
334282
০৭ আগস্ট ২০১৫ সকাল ১১:৩৮
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : বন্ধুর কন্যা শাড়ি পরে
বউ সেজেছে বউ
আতর সোনর মাখলো গায়ে
খুশবোতে মউ মউ।
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:৩১
276840
আবু জারীর লিখেছেন : মাশা'আল্লাহ এ দেখছি কবির হাট।
ধন্যবাদ আলমগির মুহাম্মদ সিরাজ ভাই।
১২
334331
০৭ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:৪৬
ইবনে হাসেম লিখেছেন : কবিতায় হাত পাকানো হচ্ছে, বেশ তো!
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:৩১
276841
আবু জারীর লিখেছেন : মুরুব্বীদের দুয়া থাকলে এমনই হয়।
ধন্যবাদ মুহতারাম।
১৩
334642
০৯ আগস্ট ২০১৫ সকাল ০৮:০৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই আপনার এইসমস্ত কবিতা গুলো পড়লে বাবা হতে ইচ্ছে করে, হা হা হা ধন্যবাদ আপনাকে
০৯ আগস্ট ২০১৫ রাত ১১:৩২
276842
আবু জারীর লিখেছেন : আগে দিলওয়ালী দুলহান আসুক তার পরে না হয় হবেন।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File