আমার দেশ

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৩ মার্চ, ২০১৩, ০১:০১:২৪ দুপুর

আমার দেশ


আমার দেশের

টিভি ভাইরে

ওদের দেশে চলেনা।

ওদের দেশের

নর্তকী দেখে

টাসকি যেন লাগেনা।

নেংটির দেহে

এইডস আছে

ধরলে কিন্তু ছাড়েনা।

একবার ধারলে

মরণ ছাড়া

রেহাই কিন্তু পাবেনা।

ওদের টিভ

নাটক দেখে

পরকিয়া শিখনা।

আপন কালচার

ছেড়ে দিয়ে

ওদের কালচার ধরনা।

মঙ্গল প্রদীপ

জ্বেলে ভাইরে

অমঙ্গল কেউ করনা।

প্রদীপের আগুণ

লাগিয়ে ঘরে

জলে পুড়ে মরনা।

আমরা সবে

বাংলাদেশী

বাংলাতে গাণ গাই

ধর্ম বর্ণের

বিবেধ ভুলে

দেশটাকে সাজাই।

এস সবে

শ্লোগান ধরি

সোনার বাংলাদেশ

এই মাটিতে

জন্ম আমার

এই মাটিতেই শেষ।

বিষয়: সাহিত্য

১১৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File