ভূমিকম্পের পর ভূমিকম্প!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৬ এপ্রিল, ২০১৫, ০৮:৪০:২০ সকাল
ভূমিকম্পের পর ভূমিকম্প!
গতকাল ভূমি কম্পের সময় আমার বৌ গিয়েছিল বড় বাচ্চাকে স্কুল থেকে আনতে, আর ছোট বাচ্চাটা ছিল ছয়তলার বাসায়। ভূমিকম্প শুর হয়ে গেলে বৌ আমার পড়িমরি করে ছোট বাচ্চাকে আনতে ছয় তলায় উঠে এবং বাচ্চাকে নিয়ে সহি সালামতে নিচে নেমে আসে।
ভূমিকম্প শেষ হয়ে গেলে তারা যখন বাসায় ফিরে তখন ঘটে আসল ভূমিকম্প!
তাড়াহুড়ার কারণে চাবি ভিতরে রেখেই বাহির থেকে তালা লাগিয়ে ছিল আমার বুদ্ধিমতী বৌ! আল্লাহ মাফ করেছেন যে ঘটনাটা আমার কারণে ঘটেনি, সেরকমটা হলে আজীবন খোটা শুনতে হত।
সমস্যা এখানেই শেষনা। বাচ্চার বড় মামার ছিল জাজের পরীক্ষা, সে কোনমতে এডমিট নিয়ে বাহির হয়েছিল কিন্তু জুতা পরার সময় পায়নি, এমনকি ছ্যান্ডেল পড়ারও না, অথচ পরীক্ষার সময় সন্নিকটে। কি আর করা, দোকান থেকে জুতা কিনেই তাকে পরীক্ষার হলে যেতে হয়েছিল।
শেষমেশ নতুন তালার উপর কৃত্রিম ভূমিকম্প ঘটিয়ে ঘরে প্রবেশ করতে হয়েছে।
আল্লাহ সকল অনাকাঙ্খিত ঘটনা থেকে আমাদের হেফাজত করুন।
উল্লেখ্য আমার প্রিয় শ্যালককে তার বোন ভাগ্নিরা শত চেষ্টা করেও নামায পড়ার জন্য বাসা থেকে নিচে নামিয়ে মসজিদে পাঠাতে পারেনা, অথচ কালকে আল্লাহর সামান্য ইশারায়ই সে সবার আগে নিচে নেমেছে। এধরনের ভদ্রলোকদের পরকালের জীবনের প্রতি কোন মায়া নাই, যত মায়া দুনিয়ার জীবনের জন্য! অথচ হওয়ার কথা ছিল বিপরীতটা। তার জন্য দুয়া চাই যেন আল্লাহ তাকে সহ দুনিয়ার সকল বেনামাজি তরুণ তরুণীর ভিরতই নামাযের অনুভুতি জাগ্রত করে দেন।
বিষয়: বিবিধ
১৪৯১ বার পঠিত, ২৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুয়া করবেন যেন বেশী খর্গ হস্ত না নয়।
ধন্যবাদ।
ধন্যবাদ।
লিখাটি ভাবি যেন না পড়ে, পড়লে কিন্তু তৃতীয় ভুমিকম্প শুরু হয়ে, যা সহযে থামার নয়।
আল্লাহ তায়ালা এমন বিপদ থেকে সবাইকে হেফাজত করুক। আমীন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
চমৎকার লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
আলহামদুলিল্লাহ্ আমরা সহি ছালামতেই আছি।
ধন্যবাদ।
ভুমিকম্পের সময় সব যুক্তিবাদিদের যুক্তি দেীড়ে এসে ঠেকে!
ধন্যবাদ।
আমি জানতাম আপনি সপরিবারে প্রবাসী !
আমাদের এখানে দু বছর আগে যে ভূমিকম্প হয়েছিলো সেটার পর অনেক বেনামাযী,বেহিজাবী নামায, হিজাব ধরেছিলো!
আল্লাহ সমস্ত পরীক্ষাতে আমাদের ইস্তিকামাত দান করুন! আমিন!
আর আমার কেনো জানি পতির কোন দুর্ঘটনাই বেশি দিন মনে রাখতে পারিনা তাই সারাজীবন ধরে খোটা দেওয়ার সৌভাগ্য থেকে বন্চিতা হলাম
নারে আপু, আমি একাই প্রবাসী।
খোটা দিতে পারায় নাকি পোলাও বিরিয়ানীর চেয়ে বেশী মজার, অনেকটা ফুস্কার সাথে তেতুলের টক! তাই মাইন্ড খাইনা।
আল্লাহ বারবার আপনাদের এমন সুযোগ দিয়ে ধন্য করুন।
ধন্যবাদ আপু।
দারুন লিখেছেন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন