ধারাবাহিক গল্পঃ সরকারী খরচে বিয়ে!! (৬ষ্ঠ্য পর্ব)

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৯ মার্চ, ২০১৫, ০৭:৪৩:৪৮ সন্ধ্যা

সরকারী খরচে বিয়ে!! (৬ষ্ঠ্য পর্ব)

অবিবাহীত / অবিবাহীতা ব্লগারদের প্রতি উৎসর্গীত



পূর্ব সূত্রঃ আগামি শুক্রবার, দিন তারিখ ধার্য হয়েছে আশাকরি আমাদের নিরাস করবেন না।

আল্লাহ আপনার সর্বাঙিন মঙ্গল করুন। আমিন।

ইতি-

আপনার এক কালের ছাত্রী

শায়লা জামান মৌ



সাদী চিঠি পড়ছিল আর তার গণ্ডদেশ বেয়ে অশ্রু গড়াচ্ছিল। কখন যে সাদিয়া আর তার মা সাদীর পার্শ্বে এসে বসেছে তা সে খেয়ালই করেনি। চিঠিটা পড়ে নিজেকে খুব অপরাধী মনে হচ্ছিল। সারা জীবন আদর্শের স্লোগান দিয়েও আদর্শের নমুনা না দেখাতে পেরে সাদী নিজেই নিজের কাছে লজ্জিত। সাদী ভাবছে তার চেয়ে জামান সাহেবই বরং বেশী মানবিক আচরণ করেছিল। পুরুষ্কারের হাতছানি ও প্রমশনের সম্ভাবনা থাকা সত্যেও সেই রাত্রে জামান সাহেব ভিন্ন মতের শত্রুকে হাতের মুঠয় পেয়েও মেয়ের সামান্য টিউটর হওয়ার খাতিরে জীবন বাচিয়েছিল! জামান সাহেবের সামান্য ইশারায়ই সেদিন ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারত। জামান সাহেব, তার পরিবার আর সহক র্মীরা যে ভুল পথে আছে তা জানা সত্যেও তাদের আলোর দিশা না দিয়ে কাপুরুষের মত চিরদিনের জন্য সম্পর্ক ছিন্ন করা মোটেও ঠিক হয়নি। তাছাড়া জামান সাহেবের স্ত্রীর তো কোন দোষ ছিলনা। সেত নিজের ছেলেরমতই ভালবাসত। এমনতো কোন দিন যায়নি যে সে হরেক রকমের নাস্তা খাওয়ান নি। এমনতো কোন সপ্তাহ ছিলনা যে ২/৩ দিন রাতের খাবার খাওয়ান নি। এমনতো কোন মাস ছিলনা, যেমাসে টিউশুনি ফিসের চেয়ে ৫০০/১০০০ টাকা বেশী দেন নি। শায়লাকে পড়ান পাঁচ বছরে এমনতো কোন ঈদ, কুরবানি বা নববর্ষ ছিলনা যে সে শার্ট প্যান্ট দেননি। শায়লার মায়ের দেয়া একটা শার্ট এখনও আছে। অথচ সেই আমি, আদর্শের এক সৈনিক, সামান্য একটা কথায় অভিমান করে তাদের সাথে আর যোগাযোগই রাখিনি! তারা বিপদে না পরলে হয়ত আমাকে ঠিকই খুজে বের করত। বিপদে পরায় হয়ত, আমি কি না কি ভাবি সেই চিন্তায় তারা আর খবর নেন নি।

- থাক বাপ, যা হবার তাতো হয়েই গেছে, এখন চল, আমরা গিয়ে ওদের এই উপকারটা অন্তত করে আসি।

- তুমি যাবে মা?

- হ্যা যাব, এমন দিনে কারো পার্শ্বে থাকতে পারাটাইতো আসল কাজ।

- ঠিক আছে মা, আমি এখনই রওয়ানা হয়ে যাচ্ছি। প্রথমে গিয়ে ওদের প্ল্যান প্রগ্রাম জেনে কিছু কাজ করে আসি। অনুষ্ঠান যেহেতু শুক্রবার তাই বুধবার এসে তোমাদের নিয়ে যাব। আর আমি, না আসতে পারলে তুমি সাদিয়াকে নিয়ে চলে আসবা। আমি ফোন করে তোমাদের জানিয়ে দিব, কি করতে হবে।

(চলবে)

বিষয়: সাহিত্য

১৩৮৪ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309838
১৯ মার্চ ২০১৫ রাত ০৮:০৯
আবু জান্নাত লিখেছেন : অত অল্প কেন ভাই। বেশি করে লিখুন না প্লিজ! এযে শুরু না করতেই শেষ হয়ে গেল। অনেক ধন্যবাদ ভাই।
১৯ মার্চ ২০১৫ রাত ০৮:২০
250902
আবু জারীর লিখেছেন : কম বেশী ৫০০ শব্দের পর্ব লেখার চিন্তা ছিল কিন্তু এ পর্বটা ৩০০ শব্দের হয়ে গেছে।

পরের পর্ব গুলোতে ৫০০ শব্দের আশে পাশে থাকার চেষ্টা করব ইনশা'আল্লাহ।

ধন্যবাদ ভাই।
১৯ মার্চ ২০১৫ রাত ১০:১২
250921
গাজী সালাউদ্দিন লিখেছেন : বারবার ফাস্টু হলে কিন্তু লাস্ট হওয়ার চরম ও পরম মজা পয়ায়া যায় না!
২০ মার্চ ২০১৫ রাত ১২:০০
250943
আবু জান্নাত লিখেছেন : ভাইরে! আমার জিবনে ফাষ্টু হওয়ার অভিজ্ঞতা অনেক, ক্লাস এইট পর্যন্ত কেউ ফাষ্টু হওয়ার স্বপ্নও দেখে নাই। অতঃপর প্রতিষ্ঠান চেঞ্জ, আমারও আসন চেঞ্জ। তবুও চারের নিছে যাই নাই। তো আপনার অবস্থান কি? শুধু ফাষ্টুমিয়ার বিরুদ্ধে লাগা? Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
২০ মার্চ ২০১৫ রাত ০৯:৫৫
251115
আবু জারীর লিখেছেন : জীবনে একবারি ফাষ্টু হয়েছিলাম। কারণ তখান ফাষ্টু হাওয়ার আর যে কেউ ছিল না।
২১ মার্চ ২০১৫ রাত ১২:১৮
251139
আবু জান্নাত লিখেছেন : দুনিয়ার ফাষ্টু আর লাষ্টু, এটি কোন ব্যপার না। যাষ্ট ফান। আল্লাহ তায়ালা যদি রহম করে আখিরাতে মুক্তি দেন, এটাই হবে চরম পাওয়া। অনেক ধন্যবাদ ভাইয়া আবু জারীর।
309841
১৯ মার্চ ২০১৫ রাত ০৮:১৭
আফরা লিখেছেন : বেশি ছোট হয়েছে ভাইয়া এ পর্বটা । তাড়াতাড়ি পর্বের পর্ব দিবেন ভাইয়া ।
১৯ মার্চ ২০১৫ রাত ০৯:৫৬
250917
আবু জারীর লিখেছেন : হ্যা, এ পর্বটা একটু বেশী ছোট হয়ে গেছে। চেষ্টা করতেছি।
সাথে থাকার জন্য ধন্যবাদ আপু।
১৯ মার্চ ২০১৫ রাত ১০:১১
250920
গাজী সালাউদ্দিন লিখেছেন : ইস !!! বিয়ের গল্প শুনলে কেমন অস্থির হয়ে যায় পনিটা!
309855
১৯ মার্চ ২০১৫ রাত ০৯:৫৩
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমিও বিয়ে বাড়িতে যাবো!!!!! কতদিন হয়য় বিয়ে খাইনা! আমি যাবো যাবো যাবো! আমাকে নিয়ে যাবেন কিন্তু!
১৯ মার্চ ২০১৫ রাত ১০:০১
250918
আবু জারীর লিখেছেন : বেশী ঝামেলা করলে কিন্তু একেবারে পাত্র বানিয়ে দিব। তখন বুঝবেন কত কনের কত বর?
১৯ মার্চ ২০১৫ রাত ১০:০৯
250919
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কি ডরাই সখা দশ বিশটা কনেকে!!!!

আমি এই জিনিসটাই সবাই কে বুঝানোর চেষ্টা করতেছে, বয়স আমার ২৫ চলে, কেউ বুঝে না, আপনি বুঝলেন, কি বলে যে ধন্যবাদ জানাবো, থাক , আগে ঘাড় ধরিয়ে করিয়ে দেন, ধন্যবাদটা ততক্ষণ পর্যন্ত তোলা রাখলাম
১৯ মার্চ ২০১৫ রাত ১০:৫৭
250926
আবু জারীর লিখেছেন : ধির বন্ধু ধিরে।
১৯ মার্চ ২০১৫ রাত ১১:০৪
250929
গাজী সালাউদ্দিন লিখেছেন : পারতাম না!!!! পিছু হটার কোন সুযোগ নাই!
১৯ মার্চ ২০১৫ রাত ১১:৫৫
250942
আবু জান্নাত লিখেছেন : বাহ! বিয়ে খাওয়ার জন্য কি দোড়াদোড়ি, তাড়াতাড়ি চলুন, না হলে কিন্তু ঝুটা খেতে হবে।
309884
১৯ মার্চ ২০১৫ রাত ১১:২৮
মোহাম্মদ লোকমান লিখেছেন : অনেক আগেই পড়েছি। মন্তব্য করতে গিয়ে কেন যেন থেমে রইলো, হয়ত নেট স্লো হওয়ার কারণে।
খুব বাস্তব ভিত্তিক রচনা, চালিয়ে যান।
২০ মার্চ ২০১৫ রাত ১২:২০
250957
আবু জারীর লিখেছেন : গুরুজনের আদেশ শীরধার্য।
শত ব্যস্ততার মাঝেও সঙ্গ দেয়ার জন্য দন্যবাদ বদ্দা।
309945
২০ মার্চ ২০১৫ রাত ০২:৩৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : চলতে থাকুক, কৌতুহল নিয়ে পরের পর্ব পড়ার অপেক্ষায় রইলাম
২০ মার্চ ২০১৫ সকাল ০৮:১৯
251004
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ দিল মোহাম্মদ মামুন ভাই।
আপনার জন্য শুভ কামনা।
309952
২০ মার্চ ২০১৫ রাত ০৩:০৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ভালো লেগেছে, কমের মাঝে জমে ভালো, বেশীর মাঝে দোষী এটুকুতেই আমরা খুশী।
২০ মার্চ ২০১৫ সকাল ০৮:২০
251005
আবু জারীর লিখেছেন : আপনারা খুশি হলেই আমিও খুশি।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
310017
২০ মার্চ ২০১৫ দুপুর ১২:০৬
আহমদ মুসা লিখেছেন : এযে শুরু না করতেই শেষ হয়ে গেল!এতো অল্প লিখলে কি মনের তৃপ্তি মিটে?
২০ মার্চ ২০১৫ রাত ০৯:৫৬
251116
আবু জারীর লিখেছেন : আগামী পর্ব থেকে যথা সম্ভব বাড়ানর চেষ্টা করব ইনশা'আল্লাহ তবে ৫০০ শব্দের মধ্যে রাখার চেষ্টা করব।
ধন্যবাদ আহমদ মুসা ভাই।
311480
২৮ মার্চ ২০১৫ সন্ধ্যা ০৬:২৮
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ আবু জারীর ভাইয়াকে!
২৮ মার্চ ২০১৫ রাত ১০:১৮
252592
আবু জারীর লিখেছেন : শুরু থাকে এভাবে উৎসাহ দেয়ায় আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
334003
০৬ আগস্ট ২০১৫ সকাল ০৫:২৭
প্যারিস থেকে আমি লিখেছেন :
পত্র পড়ে সাদীর চোখে গড়িয়ে পড়ে পানি
এবার হয়তো শুরু হবে নতুন কাহানী ।
০৬ আগস্ট ২০১৫ রাত ০৯:২৪
276289
আবু জারীর লিখেছেন : হ্যা নতুন কাহিনি শুরু হতে যাচ্ছে।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File