সরকারী খরচে বিয়ে!! (২য় পর্ব)

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৭ মার্চ, ২০১৫, ০৫:৪২:২৬ বিকাল

সরকারী খরচে বিয়ে!! (২য় পর্ব)



পূর্ব সূত্রঃ পিয়ন এসে লাল খামে একটা চিঠি দিয়ে গেল। চিঠিটা যে শায়লার তা সাদীর বুঝতে অসুভিধা হয়নি। জীবনে অনেকবার সাদী এমন খামে শায়লার চিঠি পেয়েছে।

শায়লা, সাদীর একসময়কার ছাত্রী বৈ আর কিছুই না। দীর্ঘ্যদিন থেকে সেই সম্পর্কটাও আর নাই। একটা সময় ছিল, যখন সাদী প্রতি সপ্তাহেই শায়লার লেখা একটা করে চিঠি পেত কিন্তু কখনো সে চিঠির জবাব দেয়া হয়নি, অথচ তারপরেও কোন অনুযোগ ছাড়াই সে একের পর এক চিঠি লিখেই গেছে! সব কিছুই ঠিকঠাক চলছিল, এক জনের উদাত্ত প্রেমের আবেদন আর অন্য জনের নিরবে উপেক্ষা করে যাওয়া! এক জনের আশা, বরফ একদিন গলবেই আর অন্য জনের ধরনা, আবেগের মেঘের এই ঘনঘটা একদিন কেটে যেতে বাধ্য। দুজন যখন দুদিকের দোলাচলে দুলছিল মূলত বিপত্তিটা তখনই ঘটল।

বলা নাই কওয়া নাই একদিন আচানক গোয়েন্দা পুলিশের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আবাসিক এলাকা, ফুলার রোডের দেয়ালে গভির রাতে চিকা মারতে গিয়ে সাদী গ্রেফতার হল সাদী। গোয়েন্দা বাহিনী যখন আন্দলনকারীদের পাকড়াও করার জন্য হন্যে হয়ে খুজছিল তখন না চাইতেই শিকার একেবারে হাতে ধরা দেয়ায় তারাতো বেজায় খুশি। সরকারী এনাম, বকশিস আর তরক্কির আশায় তাদের চোখ গুলি চকচকিয়ে উঠছিল, আবার কেউ কেউ একন কাউন্টারের জন্য রিবালবারের ট্রিগার টিপে গান পয়েন্ট প্রাক্টিস করছিলে। সবাই তাকিয়ে ছিল জামান সাহেবের মুখের দিকে তার নির্দেশ তামিল করার উদ্দেশ্যে। জামান সাহেব সজোরে সাদীর মুখ বাঁধা কালো রুমালটা সরাতেই চমকে উঠলেন, তার উজ্জল চোখ দুটি ঘোলাটে হয়ে এল! তিনি নিজের চোখকেই নিজে বিশ্বাস করতে পারছিলেন না। এত দিন গোয়েন্দা পুলিশে সুনামের সাথে কাজ করার পরেও সাদীর এই গোপন চরিত্র সম্পর্কে আগে থেকেই আঁচ করতে না পারায় নিজেকে মনে মনে প্রবোদ দিতে লাগলেন। ভারাক্রান্ত হৃদয়ে সম্পূর্ণ ইচ্ছার বিরুদ্ধে নিজের মেয়ের গৃহ শিক্ষক হওয়ায় সেদিন জামান সাহেব সাদীকে এঙ্কাউন্টারে তো নয়ই এমন কি জেল হাজতেও না পাঠিয়ে একেবারে মুক্ত করে দিয়েছিলেন। তবে সাদী যেন আর কোন দিন তার ঘরের দরজায় ও না যায় সেই হুশিয়ারী দিয়েছিলেন। এর পর কোন দিন যদি সে জামান সাহেবের সামনে পরে তাহলে সেদিন ডাইরেক্ট শুট থেকে কেউ তাকে বাঁচাতে পারবেনা বলে হুমকিও দিয়েছিলেন। সাদীর ভাগ্য নেহায়েতই ভালো, নাহলে এ সরকার ক্ষমতায় আসার পর থেকে, অধ্যবদি জামান সাহেবের হাতে ধরা খেয়ে সহি সালামতে কেউ মায়ের কোলে ফিরে গেছে এমন রেকর্ড নাই। যে জন্য জামান সাহেবকে গোপালী গোয়েন্দা বলে এক নামে সবাই চেনে।

পরের দিন শায়লার বাবা যখন নাস্তার টেবিলে শায়লা ও তার মায়ের উপস্থিতিতে ঘটনাটা বল্লেন তখন শায়লার মাথায় যেন বাজ পরল। সে বুঝতে চেষ্টা করল, কেন স্যার তার কোন চিঠিরই জবাব দেয়নি। কেন সে প্রসঙ্গ পাল্টে শুধু পড়িয়েই চলে যেত। কেন স্যার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও শায়লার চোখে চোখ রেখে কোনদিন কথা বলেনি। পড়ানর সময়ও পারত পক্ষে মুখের দিকে না তাকিয়ে পারলে তাকায়নি। কেন স্যারের মুখটা সর্বদা আনক্লিন সেভড থাকত। কেন স্যার আজান হলেই পড়ান বাদ দিয়ে মসজিদে গিয়ে নামায পড়ে আসত। কেন স্যার তাকে বার বার স্কার্ফ পড়তে তাগাদা দিত। সব প্রশ্নের উত্তরই আজ শায়লার কাছে দিবালোকের মত স্পষ্ট। কিন্তু একটা যে ব্যাপার কিছুতেই শায়লার মাথায় ঢুকছেনা সেটা হল, কেন সাদির মত মেধাবীরা এসব সংগঠনের সাথে সম্পৃক্ত হয়?

শায়লার মা অবশ্য স্বামীর কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। তার একটাই কথা, আর তাহল রাতের আলো আধারীতে শায়ালার বাবার নিশ্চয়ই কোন না কোন ভুল হয়েছে, নাহলে সাদীর মত এত ভদ্র ছেলে এসব করতেই পারেনা।

শায়লার বাবা যখন স্ত্রীর সাথে পেরে উঠছিলেননা তখন তিনি বললেন, ‘আচ্ছা বুঝলাম, আমার ভুল হয়েছে, কিন্তু আজ যদি সাদী, শায়লাকে পড়াতে না আসে তাহলে বুঝব আমি গত রাতে যে ছেলেকে গ্রেফতার করে ছেড়ি দিয়েছি এবং শায়লাকে পড়াতে আসতে নিষেধ করেছি সে অবশ্যই সাদী। আর যদি পড়াতে আসে তাহলে বুঝব আমারই ভুল হয়েছে। শায়লা এবার হাফ ছেড়ে বাঁচল, আর শায়লার মা বিজয়ের হাসি হাসল। শায়লার মায়ের একটাই কাজ আর তা হল, যে কোন মূল্যেই হোক স্বামীকে পরাস্ত করা।

বিষয়: সাহিত্য

১২৮০ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307672
০৭ মার্চ ২০১৫ রাত ০৮:২০
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : দেখা যাক আগামি পর্বে কি হয়? চলুক সমান তালে.....হেলে দুলে।
০৭ মার্চ ২০১৫ রাত ১০:২১
248906
আবু জারীর লিখেছেন : চলবে ইনশা'আল্লাহ।
সাথে থাকার জন্য ধন্যবাদ।
307683
০৭ মার্চ ২০১৫ রাত ০৮:৫১
মোহাম্মদ লোকমান লিখেছেন : ধন্যবাদের সাহিত পঠিত হইল। আশা করিতেছি আগামীতে আরো বেশী চমক লইয়া আসিবেন। Happy
০৭ মার্চ ২০১৫ রাত ১০:২২
248907
আবু জারীর লিখেছেন : কাঁচা হাতে পাকা লেখার স্পর্ধা।
সাথে থাকার জন্য ধন্যবাদ বদ্দা।
307688
০৭ মার্চ ২০১৫ রাত ০৯:১৪
আবু জান্নাত লিখেছেন : শেষ দেখার অপেক্ষায়............... ধন্যবাদ।
০৭ মার্চ ২০১৫ রাত ১০:২২
248908
আবু জারীর লিখেছেন : সাথে থাকার জন্য ধন্যবাদ।
307718
০৭ মার্চ ২০১৫ রাত ১১:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : At Wits' End At Wits' End Thinking Thinking Thinking ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ মার্চ ২০১৫ রাত ১২:২১
248923
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
307746
০৮ মার্চ ২০১৫ রাত ০২:১৫
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ আবু জারীর ভাইয়া। গল্প ভালই জমে উঠেছে! স্ত্রী কী বুদ্ধিমতী নাকি বাকপটু?

অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো ।
০৮ মার্চ ২০১৫ রাত ১০:৫৩
249008
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম, ওয়ারহ্মাতুল্লাহে ওয়াবারাকাতুহ।
মাশা'আল্লাহ, বুদ্ধিমতি।
উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
307752
০৮ মার্চ ২০১৫ রাত ০২:৩২
আফরা লিখেছেন : খুবই কৌতুহল লাগছে ভাইয়া তাড়াতাড়ি চাই আগামী পর্ব ।
০৮ মার্চ ২০১৫ রাত ১০:৫৩
249009
আবু জারীর লিখেছেন : একটু ধিরে চলতে হচ্ছে আপু।
ধন্যবাদ।
307853
০৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫১
হতভাগা লিখেছেন :
'' সে বুঝতে চেষ্টা করল, কেন স্যার তার কোন চিঠিরই জবাব দেয়নি। কেন সে প্রসঙ্গ পাল্টে শুধু পড়িয়েই চলে যেত। কেন স্যার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েও শায়লার চোখে চোখ রেখে কোনদিন কথা বলেনি। পড়ানর সময়ও পারত পক্ষে মুখের দিকে না তাকিয়ে পারলে তাকায়নি। কেন স্যারের মুখটা সর্বদা আনক্লিন সেভড থাকত। কেন স্যার আজান হলেই পড়ান বাদ দিয়ে মসজিদে গিয়ে নামায পড়ে আসত। কেন স্যার তাকে বার বার স্কার্ফ পড়তে তাগাদা দিত। সব প্রশ্নের উত্তরই আজ শায়লার কাছে দিবালোকের মত স্পষ্ট। কিন্তু একটা যে ব্যাপার কিছুতেই শায়লার মাথায় ঢুকছেনা সেটা হল, কেন সাদির মত মেধাবীরা এসব সংগঠনের সাথে সম্পৃক্ত হয়?''


০ সাদী মনে হয় শিবির করে , তাই না ভায়া ?

শিবিরের ছেলেগুলো খুব ভাল কারেক্টারের হয় , তবে ছাত্রী পড়ানোর সুযোগটা হাতছাড়া করতে চায় না ।

সরকারী খরচে তো সাদীর ভবলীলা সাঙ্গ করে দিচ্ছিল ভিলেন জামান সাহেব !
০৮ মার্চ ২০১৫ রাত ১০:৫৬
249010
আবু জারীর লিখেছেন : হ্যা তা যা বলেছেন। একই কারণে আমাকে ছত্রী পড়ান ছাড়তে হয়েছিল।

আপনাদের যুগের অবস্থা ঠিক বলতে পারলাম না।

তবে খারাপ না। ভালোরা যদি ছাত্রী না পড়ায় তাহলে চরিত্রহীনরা যে সব এলোমেল করে ফেলবে।
307858
০৮ মার্চ ২০১৫ বিকাল ০৪:০৮
ইবনে আহমাদ লিখেছেন : ভালো লেগেছে। চমকার হয়েছে। সাথে আছি।
০৮ মার্চ ২০১৫ রাত ১০:৫৭
249011
আবু জারীর লিখেছেন : সাথে থাকার জন্য আন্তরিক শুভেচ্ছা।
308517
১২ মার্চ ২০১৫ দুপুর ০৩:৫২
আফরা লিখেছেন : ভাইয়া ৫দিন হয়েগেল আর কতদিন অপেক্ষায় রাখবেন ----
১২ মার্চ ২০১৫ রাত ০৮:১২
249597
আবু জারীর লিখেছেন : তাই না কি?
বোনের আদেশ তো মানতেই হয়, না আর দেরী নয়।
ধন্যবাদ আপু।
১০
308567
১২ মার্চ ২০১৫ রাত ০৮:৪৬
সালাম আজাদী লিখেছেন : বরাবরের মত ই সুখপাঠ্য। অনেক ধন্যবাদ
১২ মার্চ ২০১৫ রাত ০৯:৫২
249609
আবু জারীর লিখেছেন : মাশা'আল্লাহ।
পড়া এবং মন্তব্য করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ মুহতারাম।
১১
331327
২৩ জুলাই ২০১৫ রাত ১১:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মনে হচ্ছে শায়লার বাবার ধারণা ভুল করে সাদী পড়াতে আসবে । দেখি পরের পর্ব পড়ে ।
২৩ জুলাই ২০১৫ রাত ১১:৫৮
273571
আবু জারীর লিখেছেন : আপনার আগমনে পুলকিত হচ্ছি।
ধন্যবাদ।
১২
333500
০৪ আগস্ট ২০১৫ সকাল ০৫:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন :
এই পর্ব পড়িয়া গুরু হইয়িলাম প্রীত
মনে হলো পড়তে হবে আছে পর্ব যত।
০৪ আগস্ট ২০১৫ রাত ০৯:৪১
275821
আবু জারীর লিখেছেন : হুম! আমারও আশা তাই।
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File