প্রাণ ভিক্ষা চাইবেন

লিখেছেন লিখেছেন আবু জারীর ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৬:০৫ রাত



প্রাণ ভিক্ষা চাইবেন নাকি

কামারুজ্জামান ভাই

প্রাণ ভিক্ষা চাইতে তো

দোষের কিছু নাই।

যে দিয়েছে প্রাণ তিনি

চাইবেন তাঁর কাছে

যে যা বলে বলুক যত

দুষ্ট আছে পাছে।

শাহাদাতে মজা কত

শহীদ মাত্রই জানে

এমন মজার বাস্তবতা

নাস্তিকেরা না মানে।

যে জানে সে ভয় করেনা

জেল জুলুম যত

হক বাতিলের দ্বন্দ্ব সদা

চলবে অবিরত।

শহীদ হলে কামারুজ্জামান

বলবেন রবের তরে

প্রাণ ভিক্ষা দিয়ে যেন, তাকে

বাংলায় প্রেরণ করে।

ইসলামী আন্দলন করবেন তিন

হেথায় বারং বার

শহীদ হয়ে আল্লাহর রাহে

ফিরবেন আবার।

ছবি কৃতজ্ঞতাঃআসুন জেনে নেই একজন সাংবাদিক মোঃ কামারুজ্জামান (Md. Kamaruzzaman) এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা এর বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে।

বিষয়: সাহিত্য

১৩৭৭ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

305501
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৩
আফরা লিখেছেন : আল্লাহর দেয়া জীবন আল্লাহ যখন ,যেভাবে চাইবেন সেভাবেই নিবেন । আমি কখনো চাই না বা কল্পনাও করিনা উনারা ইহুদী নাসারাদের দুসর বাংলাদেশ সরকারের কাছে প্রাণ ভিক্ষা চান ।

২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৩
247169
আবু জারীর লিখেছেন : যিনি জীবনের মালিক তার কাছেই চাইতে হবে। অন্য কারো কাছে নয়। ধন্যবাদ আপু।
305502
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:২০
বাকপ্রবাস লিখেছেন : দুজাহানের বাদশা যিনি চাইব তার কাছে
ফেরাউন এর কাছে প্রাণ কে যাচে?
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:৫৫
247170
আবু জারীর লিখেছেন : ফেরাউন আর নমরুদেরাতো জীবনের মালিকই না, তাই তাদের কাছে চাওয়ার প্রশ্নই ওঠেনা। ধন্যবাদ।
305513
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০১:১২
যা বলতে চাই লিখেছেন : মুমিনের পরাজয় নেই, জীবন-মৃত্যু সবই তার কাছে স্বাভাবিক। জীবনবাজি রেখে আজীবন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার যে অবিরত প্রচেষ্টা আজকে ইসলামের শত্রুরাও হত্যাচেষ্টার মাধ্যমে তার স্বীকৃতি দিতে বাধ্য হল। তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে স্বীয় প্রভূর সান্নিধ্যে পৌঁছার অপেক্ষায়। আর আমরা বীজয়ের শপথে সামনে অগ্রসরমাণ আল্লাহর গোলাম। প্রাণতো আল্লাহর জন্য উৎসর্গ করাই আছে, ভিক্ষা চাইব কার কাছে।
Rose Rose Rose Rose Rose
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৩
247193
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন : তিনি শাহাদাতের অমীয় সুধা পান করে স্বীয় প্রভূর সান্নিধ্যে পৌঁছার অপেক্ষায়।

তাহলে কামরুজ্জামান তার আইনজীবীকে রিভিউ পিটিশনের কথা বলছেন ক্যান?
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৬
247198
আবু জারীর লিখেছেন :
মুমিনের পরাজয় নাই, একদম খাটি কথা।
শাহাদাত মুমিন জীবনের পরম স্বার্থকতা।

হে রব্বুল আলামিন তুমি আমাদেরো শহীদ হিসেবে কবুল কর। আমিন ইয়া রব্বাল আলামিন।

সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৯
247219
একনিষ্ঠ এক্টিভিষ্ট লিখেছেন : রিভিউ আবেদনের মাধ্যমে যদি ন্যায়বিচার পায়,তবে পরকালে দাদাদের দালালদের শাস্তি কিছুটা লাঘব হতে পারে । আর তাই রিভিউ আবেদন ।
২৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১২:১৫
247317
যা বলতে চাই লিখেছেন : কারণ তাঁর দৃষ্টিতে তিনি নিরাপরাধ। সত্য উম্মোচন ও ন্যায় প্রতিষ্ঠার শেষ চেষ্টা হিসেবেও তিনি রিভিউ আবেদন করে থাকতে পারেন। প্রচলিত আইন ও বিচার ব্যবস্থার ব্যাপারে নিজস্ব দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও ইসলামের শিক্ষা হচ্ছে- আইন ও বিধি ব্যবস্থার প্রতি সম্মান দেখানো। তিনি এ শিক্ষাই সকলের সামনে রেখে যাচ্ছেন। আল্লাহ পাক তাঁর সকল ত্যাগ ও সাধনা কবুল করুণ্। আমিন।
305517
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৬
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৭
247199
আবু জারীর লিখেছেন : অসংখ্য ধন্যবাদ ভাই।
305534
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:৩৭
মায়াবন বিহারিণী হরিণী লিখেছেন :

তাহলে, এই রাজাকার তার আইনজীবীকে রিভিউ পিটিশনের কথা বলছেন ক্যান?
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৭
247200
ঘাড় তেড়া লিখেছেন :
মরন ব্যতীত আর কোন উত্তরে তোমার মন ভরবে না...তুমি শান্ত হবে না...

তাই তুমিও অপেক্ষা কর, আমিও অপেক্ষা করি...সেই বিচার দিনের(সেটি আসবে যদিও তুমি অস্বীকার কর)

জানি কোন অশ্লীল কথাই হবে তোমার উত্তর...

তুমি স্বাধীন, বলে যাও যা খুশি...তোমাকে অবকাশ দেয়া হয়েছে একটি সময় পর্যন্ত...
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:২৯
247220
একনিষ্ঠ এক্টিভিষ্ট লিখেছেন : রিভিউ আবেদনের মাধ্যমে যদি ন্যায়বিচার পায়,তবে পরকালে দাদাদের দালালদের শাস্তি কিছুটা লাঘব হতে পারে । আর তাই রিভিউ আবেদন ।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৫
247261
আবু জারীর লিখেছেন : নিজেই চিন্তা করে দেখুন, উত্তর পেয়ে যাবেন।
305541
২২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই শহিদদের জিবনের বিনিময় সেই গির্জার অনুসারিদের থেকে চেওনা
যাদের রক্তের দাম কাবার চাইতেও বেশি।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৪
247260
আবু জারীর লিখেছেন : চাইতে হবে শুধু আল্লাহর কাছে যার দেয়ার ক্ষমতা আছে।
ধন্যবাদ।
305572
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:০৮
হতভাগা লিখেছেন :
'শহীদ হলে কামারুজ্জামান

বলবেন রবের তরে

প্রাণ ভিক্ষা দিয়ে যেন, তাকে

বাংলায় প্রেরণ করে। ''



০ আল্লাহ কি মানুষকে মৃত্যুর পর পুনরায় পৃথিবীতে পাঠান , মানে পূণর্জন্ম হয় মানুষের ?
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৩
247258
আবু জারীর লিখেছেন : না, পাঠান না। তবে শহীদেরা আল্লাহর কাছে এমন আবেদন জানাবেন যে তাদেরকে যেন পুনরায় দুনিয়ায় পাঠান হয় যাতে তারা বার বার শহীদ হয়ে আল্লাহর কাছে আসেতে পারে।
305589
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩১
একনিষ্ঠ এক্টিভিষ্ট লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৫৩
247259
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File