প্রাণ ভিক্ষা চাইবেন
লিখেছেন লিখেছেন আবু জারীর ২২ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:০৬:০৫ রাত
প্রাণ ভিক্ষা চাইবেন নাকি
কামারুজ্জামান ভাই
প্রাণ ভিক্ষা চাইতে তো
দোষের কিছু নাই।
যে দিয়েছে প্রাণ তিনি
চাইবেন তাঁর কাছে
যে যা বলে বলুক যত
দুষ্ট আছে পাছে।
শাহাদাতে মজা কত
শহীদ মাত্রই জানে
এমন মজার বাস্তবতা
নাস্তিকেরা না মানে।
যে জানে সে ভয় করেনা
জেল জুলুম যত
হক বাতিলের দ্বন্দ্ব সদা
চলবে অবিরত।
শহীদ হলে কামারুজ্জামান
বলবেন রবের তরে
প্রাণ ভিক্ষা দিয়ে যেন, তাকে
বাংলায় প্রেরণ করে।
ইসলামী আন্দলন করবেন তিন
হেথায় বারং বার
শহীদ হয়ে আল্লাহর রাহে
ফিরবেন আবার।
ছবি কৃতজ্ঞতাঃআসুন জেনে নেই একজন সাংবাদিক মোঃ কামারুজ্জামান (Md. Kamaruzzaman) এবং তার বিরুদ্ধে দায়ের করা মামলা এর বিভিন্ন অসঙ্গতি সম্পর্কে।
বিষয়: সাহিত্য
১৩৭৭ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ফেরাউন এর কাছে প্রাণ কে যাচে?
তাহলে কামরুজ্জামান তার আইনজীবীকে রিভিউ পিটিশনের কথা বলছেন ক্যান?
মুমিনের পরাজয় নাই, একদম খাটি কথা।
শাহাদাত মুমিন জীবনের পরম স্বার্থকতা।
হে রব্বুল আলামিন তুমি আমাদেরো শহীদ হিসেবে কবুল কর। আমিন ইয়া রব্বাল আলামিন।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
তাহলে, এই রাজাকার তার আইনজীবীকে রিভিউ পিটিশনের কথা বলছেন ক্যান?
মরন ব্যতীত আর কোন উত্তরে তোমার মন ভরবে না...তুমি শান্ত হবে না...
তাই তুমিও অপেক্ষা কর, আমিও অপেক্ষা করি...সেই বিচার দিনের(সেটি আসবে যদিও তুমি অস্বীকার কর)
জানি কোন অশ্লীল কথাই হবে তোমার উত্তর...
তুমি স্বাধীন, বলে যাও যা খুশি...তোমাকে অবকাশ দেয়া হয়েছে একটি সময় পর্যন্ত...
যাদের রক্তের দাম কাবার চাইতেও বেশি।
ধন্যবাদ।
০ আল্লাহ কি মানুষকে মৃত্যুর পর পুনরায় পৃথিবীতে পাঠান , মানে পূণর্জন্ম হয় মানুষের ?
মন্তব্য করতে লগইন করুন