রাজ পথে কে ওরা

লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৬:০৩ সকাল

রাজ পথে কারা ওরা

কোন বনের বাঘ

এক শীতে কখনও

কেটেছে কি মাঘ?

পৌষ আসে মাঘ আসে

প্রতি বারে বারে

বাংলার বাঘেরা যারে ধরে

তারে নাহি ছারে।

সময় থাকতে মাঝিরা

হও হুশিয়ার

ঝড় উঠলে পাবেনা

পথ পালাবার।

বাপ ভাইর রথ আগে

গেছে বিপথে

তোমার উল্টা রথ যেন

বাঁচে কোন মতে।

নিজের পায়ে কুঠার

নিজে মেরনা

আত্ম হননের পথ

বেছে নিও না।

সোনার বাংলা গড়তে

সোনার ছেলে চাই

শিবিরের চেয়ে ভালো

কে আছে ভাই?

ভালোকে ভালো বলো

কালো কে কালো

শিবিরের ছেলেরা, জাতিকে

এনে দিবে আলো।

বিষয়: বিবিধ

৮৫৫ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

302548
০২ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৪
হতভাগা লিখেছেন :
শিবিরের চেয়ে ভালো

কে আছে ভাই?



শিবিরের ছেলেরা, জাতিকে

এনে দিবে আলো।



Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

পুরাই মাথা নষ্ট করে দেওয়া অস্থির এক কৌতুক ।

হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে, ম্যান !




জারীর ভাইকে গম্ভীর টাইপ মানুষ মনে হলেও উনি যে চরম কৌতুক দিতে পারেন আজ বুঝলাম ।


০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
244760
আবু জারীর লিখেছেন : হতভাগা দেশ ও জাতির ভাগ্যের উন্নয়নের জন্য শিবিরের ছেলেরা অকাতরে জীবন দিচ্ছে আর আপনি সেটাকে তামাসা মনে করছেন! হতভাগা দেশ ও জাতি সম্মানের চেয়ে যে হতভাগা থাকতেই বেশী পছন্দ করে তার উৎকৃষ্ট প্রমাণ আপনার মূল্যবান মন্তব্য। ধন্যবাদ।
302597
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৫৫
নারী লিখেছেন : Happy Happy Happy
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৮
244761
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
302605
০২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৮
আফরা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ ভাইয়া ।
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:০৯
244762
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু।
302623
০২ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:৪১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File