রাজ পথে কে ওরা
লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৯:২৬:০৩ সকাল
রাজ পথে কারা ওরা
কোন বনের বাঘ
এক শীতে কখনও
কেটেছে কি মাঘ?
পৌষ আসে মাঘ আসে
প্রতি বারে বারে
বাংলার বাঘেরা যারে ধরে
তারে নাহি ছারে।
সময় থাকতে মাঝিরা
হও হুশিয়ার
ঝড় উঠলে পাবেনা
পথ পালাবার।
বাপ ভাইর রথ আগে
গেছে বিপথে
তোমার উল্টা রথ যেন
বাঁচে কোন মতে।
নিজের পায়ে কুঠার
নিজে মেরনা
আত্ম হননের পথ
বেছে নিও না।
সোনার বাংলা গড়তে
সোনার ছেলে চাই
শিবিরের চেয়ে ভালো
কে আছে ভাই?
ভালোকে ভালো বলো
কালো কে কালো
শিবিরের ছেলেরা, জাতিকে
এনে দিবে আলো।
বিষয়: বিবিধ
৮৫৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০
পুরাই মাথা নষ্ট করে দেওয়া অস্থির এক কৌতুক ।
হাসতে হাসতে চোখে পানি চলে এসেছে, ম্যান !
জারীর ভাইকে গম্ভীর টাইপ মানুষ মনে হলেও উনি যে চরম কৌতুক দিতে পারেন আজ বুঝলাম ।
মন্তব্য করতে লগইন করুন