হ্যালো ম্যাডাম হ্যালো

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৯ জানুয়ারি, ২০১৫, ০৯:৩৭:৫৪ সকাল



হ্যালো ম্যাডাম হ্যালো

সত্য করে বল

সন্তান নাকি দেশ

কোনটা লাগে বেশ?

সন্তান আমার চোখের মণি

কলজের টুকরা দেশ

চোখের চেয়ে কলজের মূল্য

আমার কাছে বেশ।

দারা যাবে মারা যাবে

সন্তান তোমার সামনে

মা হয়ে এমন কষ্ট

সইবে তুমি ক্যামনে?

ষোল কোটি সন্তান আমার

সারা বাংলাদেশে

দুই ছেলেকে ভুলে থাকব

দেশকে ভালবেসে।

তারই প্রমাণ দিলেন আজি

হ্যালো ম্যাডাম হ্যালো

দেশ জনতার ভালবাসায়

ম্যাডাম সিক্ত হল।

বিষয়: সাহিত্য

১১৮৩ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

301975
২৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:০৮
আয়নাশাহ লিখেছেন : ভাল লেগেছে।
২৯ জানুয়ারি ২০১৫ সকাল ১১:২৮
244303
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
301992
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ১২:৩৬
কাহাফ লিখেছেন :

এক সন্তানকে দেশের কোটি কোটি সন্তানের মাঝে খুজে পাবে!!!
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৯
244322
আবু জারীর লিখেছেন : হ্যা, তাই যেন হয়।
302010
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:০৮
মোতাহারুল ইসলাম লিখেছেন : খুব ভালো লাগলো।
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩৯
244323
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
302011
২৯ জানুয়ারি ২০১৫ দুপুর ০২:১১
হতভাগা লিখেছেন : বাড়ি হারা ও সন্তান হারা হয়ে ম্যাডামের চোখের পানি ঝরেছে ।

তার দলের এত এত নেতার যে জীবন যাচ্ছে সেটার জন্য তো তাকে কোন চোখের পানি ফেলতে দেখা যায় না । অথচ এদেরই লাশের সিঁড়ির উপর পা দিয়ে উনি ক্ষমতায় বসবেন।
২৯ জানুয়ারি ২০১৫ বিকাল ০৫:৪৬
244324
আবু জারীর লিখেছেন : এক সময় আমিও আপনার মত মনে করতাম কিন্তু রাজনীতির সাথে কিছুটা জড়িত থাকার কারণে এখন বুঝতে পারছি, যে যেই দলই করুক না কেন সবাই নিজের স্বার্থের জন্য করে। কেউ প্রধানমন্ত্রী হতে চায়, কেউ মন্ত্রী এম্পি, কেউ চেয়ারম্যান, মেম্বার, কেউ চাঁদাবাজি, কেউ টেন্ডারবাজি, কেউ পরকালের মুক্তির আশায়। তবে যে, যে আশায়ই করুক না কেন যাদের ভিতর দেশ প্রেম নাই তারা রাজনীতি করতে পারেনা। অবশ্য কেউ কেউ দেশ বিক্রির ধান্দাও করে তবে তা ব্যতিক্রম। আর একটা কথা বলে রাখি তাহল, যে যতবড় নেতা তার রিক্সটাও তত বেশী।
ধন্যবাদ।
302124
৩০ জানুয়ারি ২০১৫ রাত ১২:০৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো Rose Rose Rose Rose
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৪
244943
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ
302300
৩১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:৪৩
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৩ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৯:৫৫
244945
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File