করে দাও ভাই
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৩ জানুয়ারি, ২০১৫, ১০:৩৫:০৯ সকাল
মাফ করে দাও বন্ধু তাকে
মাফ করে দাও ভাই
আমাদের সেই মহান নেতা
এই জগতে নাই।
চলে গেছেন পর পারে
রেখে গেছেন স্মৃতি
সাথে করে নিয়ে গেছেন
বদী মুরসির প্রিতি।
আসমা বালতেগী দাড়িয়ে আছে
বাবে জান্নাতে
প্রিয় নেতাকে শভেচ্ছা জানাতে
ফুলের মালা হাতে।
শিক্ষার যদি থাকে কিছু
নাও শিখে নাও ভাই
এই দুনিয়ায় তোমার খাতায়
প্রাপ্তির কিছু নাই।
পরম পাওয়া তোমার জন্য
আছে ঐ পারে
কারুন ফেরাউনকে দেখতে পাবে
জাহান্নামের নারে।
বিষয়: সাহিত্য
১০২৪ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ সর্বজ্ঞ।
মন্তব্য করতে লগইন করুন