খুকু মণি
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ মার্চ, ২০১৩, ১২:১০:১৬ দুপুর
পায়রা ডাকে
বাক বাকুম
খুকু মণির
ভাঙল ঘুম।
উঠে খুকু
মুখ ধোয়
কুরআন হাতে
পড়তে বয়।
পূব আকাশে
ভোরের আলো
খুকু মণির
লাগে ভালো।
নাস্তা খেয়ে
মায়ের হাতে
স্কুলে যায়
বাবার সাথে।
একদিন খুকু
বড় হবে
বরের ঘরে
চলে যাবে।
তাইনা ভেবে
খুকুর মায়
কেঁদে কেটে
বুক ভাসায়।
বিষয়: সাহিত্য
১৩৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন