খালেদা জিয়া গণহত্যার সংজ্ঞা জানে না - ইনু মেনন গং

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৩ মার্চ, ২০১৩, ১০:৫৩:০০ রাত

বেগম খালেদা জিয়া গণ হত্যার সংজ্ঞা জানেনা কারণ তিনিতো কখনও গণ হত্যা করেণ নি।

ইনু মেনন কাজী আরেফ গং রা গণহত্যা কাকে বলে উহা কতপ্রকার ও কিকি তা জানে, কারণ তারা লাল পতাকা, নকশাল ও গণবাহিনী গঠণ করে অসংখ্য বনি আদমকে দুনিয়া ছাড়া করেছে।

তাই বেগম জিয়াকে গণহত্যার সংজ্ঞা জানার জন্য গণবাহিনীর প্রতিষ্ঠাতা হাসানুল হক ইনু রাশেদ খান মেনন ও কাজী আরেফদের দারস্ত হতে হবে।

অবশ্য কাজী আরেফ ইতিমধ্যেই নিজের হাতে গড়া গণবাহিনীর হাতে পিতলা জলেন্স খেয়ে এহধাম ত্যাগ করেছে এবং রাশেদ খান মেননের কলিজাও আপন হাতে গড়া গণবাহিনীর হাতে ফুট হয়েছিল কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়ে সে যাত্রা বেচে গেছে।

গণ বাহিনীর প্রতিষ্ঠাতা এবং হাজার খুণের হোতাদের কাছে ২/৪ শত মানুষ হত্যা কোনভাবেই গণ হত্যা নয়।

বিষয়: বিবিধ

১৪০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File