ভিশুর ভালোবাসা
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১০:৫৩ দুপুর
স্বপ্নে দেখি ভিশু মিঞা
ভালো বাসে ইসুকে
ইসু নাকি চিমটি কাটে
কাছে পেলে ভিশুকে!
চিমটি খেয়ে ভিশু মিঞার
মুখ হয়ে যায় লাল
তাইনা দেখে ইসু মিণির
লাজে রাঙে গাল!
স্বপ্নের মাঝেই করি দুয়া
ভিশু মিঞার জন্য
ইসু ভিশুর সুখের নীড়
হয় যেন অনন্য।
ইসু ভাবে চিনতে বুঝি
পারি নাইকো ভিশুকে
ইসু ভিশু দুজন আছে
তিন চাকার মিশুকে।
হবে দেখা বৃষ্টি ভেজা
বৈশাখ জৈষ্ঠ্য আষাঢ়ে
কথা হবে চুপটি করে
ওদের সুঃখের বাশরে।
(দুজন প্রিয় ব্লগারকে নিয়ে দেখা আমার স্বপ্ন যদি কারো সাথে মিলে যায় সে দায়িত্ব আমার নয়। কারন স্বপ্ন আমি নিজ দায়িত্বে দেখিনাই।)
বিষয়: সাহিত্য
১২৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন