প্রবাদ বাক্যঃ অন্ধের নাম পদ্মলোচন, নতুন করে শুনছি, ‘রক্ষিতার স্বামী বুদ্ধিবেশ্যা!’

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৫ মে, ২০১৪, ০৮:০৮:৩৩ রাত

প্রবাদ বাক্যঃ অন্ধের নাম পদ্মলোচন, নতুন করে শুনছি, ‘রক্ষিতার স্বামী বুদ্ধিবেশ্যা!’

মুসলিমরা দুনিয়ার সেরা জাতি কিন্তু তাদের অনেকের কর্মকান্ড এমন যে না যায় তাদের মুসলিম ভাই/বোন বালে পরিচয় দেয়া আর না যায় বাংলাদেশী বলে তাদের নিয়ে গর্ব করা। অথচ তারা অনেকেই জ্ঞানী গুণী!

অনেকদিন আগের কথা, তখনও বিয়ে করিনি, কোন কীশোরীর সাথে প্রেম করতে মন চাইত কিন্তু পারিবারিক বিধিনিষেধ আর বিবেকের বাঁধায় করতে পারিনি। বিষয়টি নিয়ে যখন দুদুল্যমান ছিলাম তখন বিটিবিতে ‘কিশোরী বধু’ নামে একটা নাটক দেখে বাস্তব জীবনে কোন কিশোরীকে ভালো বাসতে না পারলেও সেই নাটকের নাইকাকে ভালো বেসে ফেলেছিলাম, যেমনটা আর ১০ জন তরুণ তরুণী নাটক সিনেমার নায়ক নায়িকাকে ভালোবাসে।

কিন্তু সেই ভালোবাসা স্থায়ী হয়নি। হবে কি করে নায়িকার যে বিয়ে হয়ে গেছ। হয়ত ভাবছেন তাদের বিয়ে হবে এটাইতো স্বাভাবিক। তা ঠি কিন্তু বিয়েটা হয়েছে একজন অমুসলিমের সাথে যা ইসলামে সম্পূর্ণ নিষেধ। কোন মুসলিম মেয়ে যেদি অমুলিম ছেলেকে বিয়ে করে তাহলে তা ইসলাম সম্মত হয়না। এমতাবস্থায় তাদের দাম্পত্ত সম্পর্ক হয় অবৈধ যা পতিতা বৃত্তির নামান্তর। এ ক্ষেত্রে মুসলিম মেয়েটা অমুসলিম ছেলেটার স্ত্রী হয়না বরং রক্ষিতা হয়। একথা সবাই জানলেও আধুনিক মনা মুক্তিবুদ্ধির চর্চার নামেধারী একশ্রনীর বুদ্ধিবেশ্যারা তা আনতে চায়না। কিন্তু সেই নায়িকা যার রক্ষিতা ছিল সে উদাহরণ সহ বুঝিয়ে দিয়েছিল যে আসলেই অমুসলিম ছেলের সাথে মুসলিম নামধারী কারো বৈবাহিক সম্পর্ক হতে পারেনা।

অমানুষটা দাম্পত্ত সম্পর্কের নামে মুসলিম নামধারী টিভি তারকা মেয়েটার সাথেকার দাম্পত্ত সম্পর্ক ভিডিও করে বাজারে ছেড়েছিল। ফলে মেয়েটা অনেকদিন লোক চক্ষুর অন্তরালে ছিল। তার স্বেচ্ছা অন্তরাল সবাইকে আশান্বিত করেছিল হয়ত মেয়েটা তার ভুল বুঝেছে, হয়ত সে ভালো হয়ে গেছে। সে ভালো হয়েছে কিনা জানিনা কিন্তু তার নছিব এতই খারাপ যে এবার যাকে বিয়ে করেছে সে মুসলিম নামধারী টিভি টকস্টার। আমি বলি তরুণ বুদ্ধিজিবী কিন্তু আনেকেই বলে আসলে সে বুদ্ধির ঢেকি আবার কারো কারো মতে বুদ্ধিবেশ্যা!

অগেরটা ছিল এক ভারতীয় অমুসলিম রক্ষক এবার যেটার সাথে বিয়ে হয়েছে সেটা নাকি পুরা ভারতের দালাল বা ভারতের রক্ষিতা! হায়রে কপাল! হায়রে মুসলিম নামধারী মির্জাফর! খুণী মোহাম্মদী বেগ! কুচক্রী ঘসেটি বেগম! সভ্য যুগেও তোমরা মানুষ হতে পারলেনা!

আমি কিন্তু অপদার্থটাকে বুদ্ধিবেশ্যা বলিনি বরং সে নিজেই তার দালালী তথা বুদ্ধিবেশ্যাগিরীর প্রমাণ দিয়েছে। সারা দেশ যখন বলছে পানির অভাবে উত্তর বঙ্গ মরুভূমি হয়ে যাচ্ছে, হার্ডিন্স ব্রীজ পয়েন্ট শুকিয়ে গেছে, তখন বুদ্ধিবেশ্যাটা বলছে ‘যদি নদীতে পানিই না থাকত তাহলে শীতালক্ষায় এত লাশ ভাসে কেমনে?’ বুদ্ধিবেশ্যারা এভাবেই সত্যের অপলাপ করতে গিয়ে নিজের অজান্তেই হাজারটা সত্যকে প্রতিষ্ঠা করে দেয়। তার সমর্থিত সরকারের বিরুদ্ধে এমন একটা সত্য কথা বলার জন্য তাকে সবার সাধুবাদ দেয়া দরকার।

আজকের সংবাদ শিরোনামঃ মেঘনায় লঞ্চ ডুবিতে দুই শতাধিক যাত্রী নিখোজ।

এবার বুদ্ধি প্রতিবন্ধীরা হয়ত একসাথে হুক্কাহুয়া করে টিভিপর্দা ফাটিয়ে বলবে, ‘পদ্মা, মেঘনা, যমুনা, শীতালক্ষা, ইছামতি, তিস্তা, করতোয়া ও ঘোমতিতে যদি পানিই না থাকে তাহলে লঞ্চ ডুবে কেমনে? অতএব যারা বলে ফারাক্কা বাঁধা - মরণ ফাঁদ, গজল ডোবা আর টিপাইমুখের বাধের কারণে বাংলাদেশ মরুভূমী হয়ে যাচ্ছে তারা সব স্বাধীনতা বেরোধী, ভারতের দুশমন। বন্ধুর শত্রু আমারও শত্রু। জয় বাংলা!

বিষয়: বিবিধ

১৫২৮ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

222000
১৫ মে ২০১৪ রাত ০৮:১৭
ছিঁচকে চোর লিখেছেন : প্রবাসী রাজাকার বলে কি এসব? Big Grin Big Grin দেশে আসেন আগে আপনার একদিন কি আমার দুইদিন।
১৫ মে ২০১৪ রাত ০৮:২৩
169385
আবু জারীর লিখেছেন : দোস্ত মানিব্যাগ ব্যবহার করিনা। তুমি হাজার দিন চেষ্টা করেও আমার কেশের লাগুর পাবানা। কেশ মানে ক্যাশ ভুল বুইঝনা।
222003
১৫ মে ২০১৪ রাত ০৮:২০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : এ কেমন দেশ প্রেম যে দেশ প্রেম আমাদের দেশের স্বার্থে কথা বলতে দেয় না ?এ কোন দেশ প্রেম যে দেশ প্রেম অন্যদেশের তাবেদারিতে নিজেকে নিয়োজিত রাখে ?
১৫ মে ২০১৪ রাত ০৮:৩১
169396
আবু জারীর লিখেছেন : ওটাকে দেশপ্রেম বলেনা ওটা গরুর গোস্ত বিক্রেতা কসাইর গরুর প্রতি ভালোবাসার মিথ্যা ছলনা।
১৫ মে ২০১৪ রাত ১০:৫৬
169503
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এটাই এখন খাটি দেশ প্রেম। দাদাদের স্বার্থে কথা না বললে তুমি কেমন নাতিগো? শাবাশ দেশ প্রেম। এই প্রেম আরো বেশিদিন চলতে থাকলে এই দেশ তো ভাইস্সা যায়বো কিন্তু প্রেমের জোয়ারে না....
222005
১৫ মে ২০১৪ রাত ০৮:২৩
সুশীল লিখেছেন : বুদ্ধিবেশ্যা I Don't Want To See I Don't Want To See I Don't Want To See
১৫ মে ২০১৪ রাত ০৮:৫৯
169416
আবু জারীর লিখেছেন : মানুষে বলে, আমার কি দোষ?Tongue
222017
১৫ মে ২০১৪ রাত ০৮:৩২
হারিয়ে যাবো তোমার মাঝে লিখেছেন : তাদের কথায় যুক্তি আছে বৈকি। নদী শুকনা হলে তো লাশ পড়ে থাকার কথা ভেসে নয়। আর পানি না থাকলে লঞ্চ চলে কিভাবে?
১৫ মে ২০১৪ রাত ০৯:০০
169418
আবু জারীর লিখেছেন : যুক্তিই বটে। গরুতে ঘাস খায়, আমরা গরু খাই মানে আমরাও ঘাস খাই।
ধন্যবাদ।
222019
১৫ মে ২০১৪ রাত ০৮:৪৫
সবুজেরসিড়ি লিখেছেন : বু্দ্ধিবেশ্যা দুরুন বলেছেন . . .
১৫ মে ২০১৪ রাত ০৯:০১
169419
আবু জারীর লিখেছেন : লোকে বলেWinking)
ধন্যবাদ।
222053
১৫ মে ২০১৪ রাত ০৯:৩২
১৫ মে ২০১৪ রাত ১০:০৯
169466
আবু জারীর লিখেছেন : কথাটা শুনে আমিও সরম পাইছি।
222073
১৫ মে ২০১৪ রাত ১০:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এরা সত্যিই বুদ্ধিবেশ্যা।
পৃথিবীর কোথাও এমন রামছাগল আছে কিনা জানিনা যারা নিজের ন্যায্য অধিকার হরনকারিদের সমর্থন করে।
১৫ মে ২০১৪ রাত ১০:১১
169468
আবু জারীর লিখেছেন : রামছাগলই বটে! ওগুলো দিয়ে কুরবানিও হবেনা।
ধন্যবাদ।
222084
১৫ মে ২০১৪ রাত ১০:২২
সন্ধাতারা লিখেছেন : অদ্ভুদ সুন্দর! লিখতে থাকুন।
১৭ মে ২০১৪ সকাল ০৮:০৩
169806
আবু জারীর লিখেছেন : অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন।
222135
১৫ মে ২০১৪ রাত ১১:৩৮
নিশা৩ লিখেছেন : পিলাচ পিলাচ পিলাচ Good Luck Good Luck Good Luck
১৭ মে ২০১৪ সকাল ০৮:০৩
169807
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ। ভালো থাকুন।Good Luck
১০
222537
১৭ মে ২০১৪ দুপুর ১২:০৫
egypt12 লিখেছেন : ওরা বুদ্ধি বেশ্যা যথার্থ নামকরণ Thumbs Up
১৭ মে ২০১৪ বিকাল ০৪:৫৪
169954
আবু জারীর লিখেছেন : ওদের কবল থেকে জাতি মুক্তি চায়।
ধন্যবাদ।
১১
222653
১৭ মে ২০১৪ বিকাল ০৫:১৮
আহমদ মুসা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ মে ২০১৪ রাত ১১:১৫
170145
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
১২
224038
২১ মে ২০১৪ রাত ০৪:৩৪
প্যারিস থেকে আমি লিখেছেন : লেখাটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুবই ভালো লেগেছে।
২২ মে ২০১৪ রাত ০৪:৩৪
171668
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
ভালো থাকুন।
১৩
224475
২২ মে ২০১৪ রাত ০৪:৩৬

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File