মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করে?

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৫ মার্চ, ২০১৪, ০৩:০৩:০২ দুপুর

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তার বাবা দেলোয়ার হোসেন সাঈদী রাজাকার নন?

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তার দল জামায়াতে ইসলামী জঙ্গিবাদী নয়?

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তিনি, তার বাবা এবং তার দল সন্ত্রাসী নয়?

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তিনি, তার বাবা এবং তার দল নারী বিদ্বেষী নয়?

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তিনি, তার বাবা এবং তার দল সাম্প্রদায়ীক নয়?

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তিনি, তার বাবা এবং তার দল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, তথা ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে সমান প্রিয়?

মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তার বাবা দেলোয়ার হোসেন সাঈদী এবং তার দল জামায়াতে ইসলামীর বিরুদ্ধে সরকারের সকল অপপ্রচার এবং সড়যন্ত্র জনগণ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে?

জয়বাংলা জামায়াত সামলা।

বিষয়: রাজনীতি

১২১২ বার পঠিত, ৩৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197670
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:১৭
জেদ্দাবাসী লিখেছেন : মাসুদ সাঈদীর নির্বাচিত হওয়া প্রমাণ করে
তাঁর বাবার সাথে সরকার অন্যায় আচারন করতেছে । সুতারাং সরকারের উচিত সাঈদী সাহেবকে মুক্তি দেওয়া ।

ধন্যবাদ
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:২৭
147661
আবু জারীর লিখেছেন : সাঈদী সাহেবের মুক্তি চাই।
197681
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৮
নজরুল ইসলাম টিপু লিখেছেন : কিন্তু মন্ত্রী দাবী করল সাইদী সাহেবের ছেলে নির্বাচিত হয়েছে মানে, ভোটে সরকারের নিরপেক্ষতা প্রমাণিত হয়েছে।
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৩
147688
আবু জারীর লিখেছেন : তার মানে জনগণ ভোট দেতে পারলেই তাদেরকে দাতভাঙা জবাব দিতে পারে। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে যে তোরা জাদের স্বাধীনতা বিরোধী বলিস তারাই মূলত স্বাধীনতার পক্ষের শক্তি।
ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
147806
আহমদ মুসা লিখেছেন : হবু চন্দ্র রাজার গবু চন্দ্র ওজিরদের তো নিয়োগ দিয়েছে এসব দাবী দাওয়ার শিখানো বুলি আওড়ানোর জন্যই।
197684
২৫ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৯
প্রেসিডেন্ট লিখেছেন : প্রমাণ হলো-সাঈদী সাহেব এর বিরুদ্ধে যারা মিথ্যাঅপবাদ দিয়েছে তারা মানসিক বিকারগ্রস্ত না হয় পিতৃহীন বেজন্মা।
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৪
147690
আবু জারীর লিখেছেন : ১০০% খাটি কথা।
ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩২
147804
আহমদ মুসা লিখেছেন : নির্বাচনের রায় নিয়েই কি সাঈদী সাহেবের নিরাপরাধ হওয়ার মানদন্ড নির্ধারণ করতে হবে?
197720
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩১
ভিশু লিখেছেন : ইসলামপন্থীরা অত্যন্ত যৌক্তিকভাবেই আপামর সাধারণ মানুষের বড়ই পছন্দের ব্যক্তিত্ব! নেতৃত্ব বেছে নেয়ার অবাধ সুযোগ পেলে তাঁরা আরো ভালো করে দেখিয়ে দিতো, ইসলাম কাকে বলে! বি ইযনিল্লাহ... Praying Praying Praying
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৬
147694
আবু জারীর লিখেছেন : জনগণ কেবল বুজতে শুরু করেছে। দরকার যোগ্য নেতৃত্ব নিয়ে এগিয়ে আসা।
ধন্যবাদ।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
147803
আহমদ মুসা লিখেছেন : অবাধ নির্বাচনের সুযোগ কখনো করে দিবে না তাগুতি শক্তির পুজারীরা।
197726
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৩৪
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : মাসুদ সাঈদীর ব্যাপক ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়া কি প্রমাণ করেনা যে তিনি, তার বাবা এবং তার দল, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীষ্টান, তথা ধর্ম বর্ণ নারী পুরুষ নির্বিশেষে সকলের কাছে সমান প্রিয়? Thumbs Up
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:০৭
147695
আবু জারীর লিখেছেন : এটা এখন প্রমাণীত সত্য।
ধন্যবাদ।
197736
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৪৬
দুষ্টু পোলা লিখেছেন : টেহা রে টেহা। জামাতী টেহার খেলা। Winking Winking Winking
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৯
147687
দুষ্টু পোলা লিখেছেন : টেহা রে ভাই টেহা। জামাতী টেহার খেলা।Straight Face Straight Face
২৫ মার্চ ২০১৪ বিকাল ০৫:১০
147699
আবু জারীর লিখেছেন : জামায়াতি টেহায় যখন প্রধানমন্ত্রী পর্যন্ত নড়েচড়ে বসে তখন জনগণের দোষ কি?
২৭ মার্চ ২০১৪ সকাল ১০:৫৬
148498
প্রেসিডেন্ট লিখেছেন : হাম্বাদের টেহা কই গেল? পদ্মাসেতু, হলমার্ক, ডেসটিনির টেহা গুলো কই গেল?Winking
197799
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
সিটিজি৪বিডি লিখেছেন : কারাগারে আটক কেউ রাজাকার নয়..ওনাদের অপরাধ জামায়াত করা.
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
147805
আবু জারীর লিখেছেন : ১০০% খাটি কথা।
ধন্যবাদ।
197806
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:৪২
নীল জোছনা লিখেছেন : এটাই প্রমাণ করে দেশকে এখনো রাজাকার মুক্ত করা যায়নি।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
147807
আবু জারীর লিখেছেন : ১০০% খাটি কথা।
ধন্যবাদ।
197860
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩০
আহমদ মুসা লিখেছেন : আল্লামা সাঈদী সাহেব অপরাধী নাকি নিরাপরাধ- বিতর্কটা তা নিয়ে নয়। সাঈদী সাহেব যে একজন নিরাপরাধ সেটা দেশের ষোল কোটি মানুষ সবাই জানে। এমনটি শয়তানও বিশ্বাস করবে না যে, সাঈদী সাহেব অপরাধী। সাঈদী সাহেবের বড় অপরাধ হচ্ছে তিনি একজন পাক্কা ঈমানদার ব্যক্তি এবং দায়ী ইলাল্লাহ। সাথে সাথে একজন বাংলাদেশপন্থী দেশপ্রেমিক আলেমে দ্বীন। যা আমাদের প্রতিবেশী ভারতীয় হিন্দুত্ববাদী অগ্নী পুজারী মুশরিকদের (ভারতের সব মানুষ নয়) চক্ষুশূল মনে করে। ইন্ডিয়ান নাফরমানী শক্তির যে অংশটি স্বাধীন বাংলাদেশের অস্থিত্বে বিশ্বাস করে না মূলত তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করার কন্টাক্টের বিনিময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার কুরসিতে বসার সুযোগ গ্রহণের গোলামীর দস্তখত দিয়ে আওয়ামী অপশক্তিটি ভাড়াটিয়া গোলাম হিসেবে কাজ করে যাচ্ছে। মানবতা বিরোধী যুদ্ধ অপরাধী ট্রাইবুনালের সমস্ত কলা কৌশলী এবং পর্দাার আড়ালের স্ক্রীপ্টের পাঠক ও ডাইরেক্টরদের সুতোর নাটাই ল্যান্ডিয়ানদের হাতেই রয়েছে। এক্ষেত্রে আওমীরাও অসহায়, তাদেরও কোন শক্তি নেই তথাকথিত এই বিচার প্রক্রিয়া বন্ধ করার। তারা শুধু ভাড়াটিয়া হিসেবে কাজ করছে।
নির্বাচনে জনতার রায় সাঈদী সাহেবের ছেলের পক্ষে আসাকে সাঈদী সাহেবের নিরাপরাধ হিসেবে দাবী করাটাও এক ধরনের মিথ্যা এলজাম স্বীকার করে নেয়ার নামান্তর। কোন শয়তানও বিশ্বাস করে না যে, সাঈদী সাহেব একজন মুজরিম।
২৫ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৩৭
147809
আবু জারীর লিখেছেন : ১০০% খাটি কথা।
ধন্যবাদ।
১০
197938
২৫ মার্চ ২০১৪ রাত ০৯:১৩
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৩১
148121
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
১১
198032
২৬ মার্চ ২০১৪ রাত ০১:২৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : সাঈদি সাহেব নিরপরাধ। এটি প্রমানের জন্য ভোটের দরকার নাই। কিন্তু এই নির্বাচন এটাই প্রমান করল মানুষ যদি একত্র থাকে তাহলে সন্ত্রাসিরা যতই শক্তিশালি হোক পরাজিত হবে। মাসুদ সাঈদির নির্বাচিত হওয়া এটাই প্রমান করে যে সৎ ও ভাল মানুষ সব ধর্মের মানুষের কাছেই প্রিয়। কিছু শহরবাসি উচ্চ ও উচ্চমধ্যবিত্ত হিন্দু দালালি করে থাকেন। কিন্তু সাধারন গ্রামবাসি দরিদ্ররা ভারতকে নয় বরং এই দেশকেই নিজের দেশ মনে করেন।
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৪
148122
আবু জারীর লিখেছেন : ১০০% খাটি কথা।
ধন্যবাদ।
১২
198311
২৬ মার্চ ২০১৪ বিকাল ০৪:৫৫
মোহাম্মদ লোকমান লিখেছেন : আপনার সাথে সম্পূর্ণ একমত।
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
148322
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ বদ্দা।
১৩
198485
২৬ মার্চ ২০১৪ রাত ১১:১১
সাদাচোখে লিখেছেন : আওয়ামী, নাস্তিক, ও স্যেকুলারদের কাছে 'অবিচারের নাম বিচার' যখন প্রতিষ্ঠিত - তখন আপনার এ স্যেকুলার যুক্তিসম্পন্ন লিখা সেই সব আওয়ামী, নাস্তিক ও স্যেকুলারের বিবেক-বিবেচনাবোধকে জাগ্রত করতে সহায়ক হবে। এটা প্রত্যাশা।
২৭ মার্চ ২০১৪ দুপুর ১২:০৬
148504
আবু জারীর লিখেছেন : যাদের বিবেক বোধ মরে গেছে তাদের জন্য আফসোস আর যাদের বিবেক বিভ্রান্ত তাদের বিবেক জাগ্রত হোক সেই প্রত্যাশা।
ধন্যবাদ।
১৪
199659
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:২৯
egypt12 লিখেছেন : ভাই চোরে না শোনে ধর্মের কাহিনি :(
২৯ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৯
149346
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন।
ধন্যবাদ।
১৫
203370
০৬ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:৫১
ইবনে আহমাদ লিখেছেন : বিষয়টা সবার জন্য সমান করে গ্রহনযোগ্য নয়।তবে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন - নির্বাচন নিরপেক্ষ হয়েছে।
তাই প্রধানমন্ত্রী যে শব্দটি যোগ করেন নি - তাহল - নিরপেক্ষ হলে জামায়াত সব জায়গায়ই ভাল রেজাল্ট করতো।
০৭ এপ্রিল ২০১৪ দুপুর ১২:৫০
153019
আবু জারীর লিখেছেন : তাও হয়ত তিনি বলেছেন কিন্তু উজ্জ ছিল বা মিডিয়া প্রকাশ করেনি। যদি তেমনটাই না হবে তাহলে জামায়াতকে এত ভয় করেন কেন?
ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File