ঠেকাঠেকির নির্বাচনে কে ঠেকায় কাকে?
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৯ মার্চ, ২০১৪, ০১:৫৬:৩৮ দুপুর
ঠেকাঠেকির নির্বাচনে
কে ঠেকায় কাকে
বিনে’আলেম মিলে ঠেকায়
আলেম ওলামাকে।
দক্ষিণ সুরমার চেয়ারম্যান ছিল
আলেম লোকমান ভাই
বিনে’আলেমের ঠ্যালায় পরে
তিনি এখন নাই।
স্বার্থপর আর নিঃস্বার্থ মিলে
হয়না কভু জোট
দেশের স্বার্থে দিতে হবে
আলেম ওলামাকে ভোট।
শান্তির সমাজ কায়েম করতে
আলেমদের তুলনা নাই
এস বন্ধু সবাই মিলে
বিনে’আলেম ঠেকাই।
আজ নাহয় কাল হবে
বিনে’আলেমের জোট
সেদিন যেন না লাগে বন্ধু
তোমার মনে চোট।
বিষয়: সাহিত্য
১১৫৯ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
ধন্য হবে তুমি এবং তোমার আপন জন।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন