আইমান আল জাওয়াহিরি?? আপনার অনধিকার চর্চাকে ঘৃণার সাথে প্রত্যাক্ষাণ করলাম।
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:২৫:৫৩ রাত
আলকায়েদা নামক সংগঠনটি বিশ্ব মুসলিমের কি উপকার করেছে তা আমার জানা নাই তবে তাদেরকে প্রতিপক্ষ দাড় করিয়ে তাবৎ মুসলিম উম্মাহকে যে পশ্চাত্য বিশ্ব দৌড়ের উপরে রেখেছে এবং রাখছে তা মনেহয় কারো অজানা নয়।
পৃথিবীর অবহেলিত মুসলিম জনপদ গুলোতে যেখানে নির্জাতিত বনি'আদমের পাশে দাড়ানর কেউ নাই সেখানে আলকায়েদা যদি মানবতার পক্ষে কোন ভূমিকা রাখে তাতে মনেহয় করো বলার কিছু নাই। বরং এমনটা করতে পারলে বিশ্বের মুসলমানরা আলকায়েদার প্রতি কৃতজ্ঞই থাকত। কিন্তু তারা সেটা না করে বরং যেসকল মুসলিম জনপদের মুসলমানরা নিজেদের ভাগ্য গড়তে নিজেরাই সক্ষম সেখানে নাক গলাতে এসে নিত্য নতুন বিতর্কের জন্ম দিচ্ছে। তাদের এই অদূরদর্শিতার জন্য মুসলিম উম্মাহর অগ্রগতিই বরং ব্যহত হচ্ছে।
বাংলাদেশ, পাকিস্তান, মিশরের মুসলিম মিল্লাত তাদের নিজেদের সমস্যা সমাধানে যথেষ্ট পারদর্শি এসব দেশে আলকায়েদার কনসাল্টেন্সির কোন প্রয়োজন আছে বলে আমরা মনে করিনা।
আয়মান আল জওহারির বার্তাটা আসল না নকল সে প্রশ্ন অবান্তর। বক্তব্যটা আসল হলেও প্রত্যাক্ষাত আর নকল হলে নীন্দনীয়।
বাংলাদেশের মুসলিম জনগণ ধর্মবর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে যেমনি সরকারী সন্ত্রাস মোকাবেলায় সক্ষম তেমনি বিদেশী কোন সংগঠন বা রাষ্ট্রের অনধিকার চর্চার দাত ভাঙ্গা জবাব দিতেও বদ্ধপরিকর।
আলকায়েদা, র, মোসাদ, সিআইএ, কেজিবি আশা করি আমাদের দেশে নাক না গলিয়ে নিজেদের চক্রায় নিজেরা তেল দিবেন।
মায়ের চেয়ে মাসির দরদ বেশী হওয়া বাংলার আপমর জনগণ পছন্দ করেনা। তাই যারা যেচে আমাদের কল্যাণ কামণা করেন তাদের ধন্যবাদ দিতে পারলাম না বলে দুঃখিত। আশা করি আলকায়েদা তাদের বক্তব্য প্রত্যাহার করবে। আর না করলেইবা কি? আমার তাদের অনধিকার চর্চাকে ঘৃণা ভরে প্রত্যাক্ষান করলাম।
বিষয়: বিবিধ
১৭১৩ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
একমত অপনার সাথে।
২০১০ সালে ভারতে মুক্তি প্রাপ্ত “তেরে বিন লাদেন” নামক হিন্দী ফিল্মটার কথা মনে আছে ? সে ফিল্মে দেখা যায় এক মিডিয়া কর্মী (সাংবাদিক) নিজেকে হিট করার জন্য তার বন্ধুকে উসমা বিন লাদেন বানান, তার বন্ধুটি ছিল মুরগি ব্যবসায়ী এবং দেখতে কিছুটা উসমা বিন লাদেনের মত !! সাংবাদিক বন্ধুটি লাদেনের মত দেখতে মুরগি ব্যবসায়ী বন্ধুকে দিয়ে ভিডিও বার্তা তৈরী করেন, তারপর তা বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে দেন, এই নিয়ে সারা বিশ্বে বিশেষ করে আমেরিকায় তোলপাড় শুরু হয় ৷ এক পর্যায়ে তারা মুরগি ব্যবসায়ী নকল লাদেনকে আসল লাদেন মনে করে ধরতেও আসেন !!
সে ফিল্মের কাহিনীকে অনুসরন করে এবার বাংলাদেশে তা বাস্তবতায় রূপ দিতে চাইছে আওয়ামী-নাস্তিক 'র' এর দালালেরা !!
তারা একটা ভিডিও বার্তা তৈরী করে সেটাকে তালেবান নেতা জাওয়াহেরির বলে চালিয়ে দিয়ে তার সাথে হেফাজতে ইসলাম তথা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানকে তালেবান বানাতে চাইছে !!
সাবধান !! মুসলমানেরা এই সব কথায় কোনো ভাবেই কান দেয়া যাবেনা, এগুলা ভারতীয় 'র' এর ষড়যন্ত্র, আর বাংলাদেশে এইসব পরিচালনা করছে 'র' এর কিছু পরীক্ষিত এজেন্টরা ৷ এর মধ্যে সেরা অবস্থানে আছে এক কুত্তার টিভির (একাত্তর টিভি) মালিক মোজা বাবু ও তার সাঙ্গপাঙ্গরা ৷
আমাদের এই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের বিষদাত ভঙ্গে দিতে হবে, আসুন আমরা সবাই মিলে ইসলামের বিরদ্ধে ষড়যন্ত্রকারীদের রুখে দেই ৷
(লেখাটা শেয়ার করার অনুরোধ রইলো৷) ফেসবুক থেকে নেওয়া.
সংবাদটা সত্য হলে আন্তর্জাতিক মিড়িয়া জগত অনেক আগেই হইচই শুরু করে দিত ।
ধন্যবাদ
দুঃখজনক হল এই যে - মুমীন মুসলিম জনগোষ্ঠি (যারা সংখ্যায় অগনিত) ইসলাম বিদ্বেষী এই গ্রুপ সমূহের (যারা সংখ্যায় সর্বসাকুল্যে ১০০০ ও হবেনা) তুলনায় চিন্তা চেতনা ও কার্যক্রমে আজ এতটাই পিছিয়ে আছে যে, দিন রাত ২৪ ঘন্টাই মানুষরূপী এই শয়তান চক্রের হাত হতে নিস্তার পাবার জন্য সারাক্ষন ডিফেন্সিভ হয়ে থাকতে হচ্ছে এবং আত্মরক্ষা করে যেতে হচ্ছে।
আল কায়দা, বিন লাদেন, আয়মান আল জাওয়াহিরী, জেএমবি, লস্কর ই ত্যাইয়েবা সহ আজকের পৃথিবীতে অগনিত মানুষ ও সংগঠন কে আম জনতা চিনতে পারছে ইসলাম বিদ্বেষী মিডিয়া, সরকারে কর্মরত ইসলাম বিদ্বেষী অফিসার ও বয়াক্তিত্বের মাধ্যমে। চিন্তাশীল মানুষ, ও বিচার বিশ্লেষনে সক্ষম মানুষ মাত্রই এসকল জংগী রূপী মানুষের ও সংগঠনের রূট সম্পর্কে কম বেশী অবগত এবং এটা পরিষ্কার যে - এ সকল সংগঠনের সাথে মুসলিম জনগোষ্ঠির কোন সম্পর্ক নেই।
অথচ শত্রুর সৃষ্ট এসব কারেকটার বাস্তবে না থেকেও - কাগজে কলমে ও মিডিয়ায় প্রয়োজনানুযায়ী উপস্থাপন করে সেনসেটিভ মুসলিম জনগোষ্ঠিকে - নিজেকে, নিজের পরিবার, সমাজ ও জাতি কে রক্ষার জন্য এর পেছনে আত্মরক্ষামূলক সময় ব্যায় করতে বাধ্য করা হচ্ছে।
আমি ব্যাক্তিগতভাবে মনে করি - যতক্ষন না আমরা মুসলিমরা, ইসলাম বিদ্বেষীদের উপর 'আপার হ্যান্ড' শো করতে না পারবো - এবং যতক্ষন না তাদেরকে দৌড়ের উপর রাখতে না পারবো - ততক্ষন তারা এয়ারকন্ডিশান রূমে বসে এমন সব অডিও ভিডিও বার্তা সহ সত্য মিথ্যা গুলিয়ে ভেজাল জিনিস ছড়িয়ে ছিটিয়ে সাধারন মুসলিম জনগোষ্ঠীকে বিভ্রান্ত করেই যাবে - যা আলটিমেটলী পুরো জাতিকে শতধা বিচ্ছিন্ন একটা ছেড়া কাপড়ের ন্যায় করে ফেলবে।
সুন্দর এবং মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ।
সহমত।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
আলকায়েদা নামক ভার্চুয়াল হুমকি সর্বস্ব একটি সহস্যজনক সংঘটনের এসব কর্মকান্ডে মানুষ আগের মত বোকা নেই। মানুষ এখন বুঝতে শিখেছে বনি আদমকে বিশেষ করে অবহেলিত নির্যাতিত ও অধিকার হারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মুসলিম জনগোষ্টীর উপর হিংস্রতা চালিয়ে দাজ্জালের বংশধ্বরেরা উল্লাস করার জন্য বহুমূখী ফ্রন্ট খুলে থাকে। তাই এসব ব্যাপারেও মানুষ আজ সচেতন হচ্ছে।
আলকায়েদা ডকট্রিণ এখন অচল পণ্য।
ধন্যবাদ।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন