বোরকাটা ফেলে দিলে আর কেমন হবে, আপনার স্যালোয়ার কামীজ ফেলে দিলে যেমন হবে।
লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০৮:১৬ রাত
রোকেয়া প্রাচী,
মা-বোনদের প্রতিনিধি হিসেবেই আপনাকে বলছি।
আধুনিকতার নামে ইউরোপের অনেক মেয়েরাই নাভির নিন্মদেশ এবং বাক্ষদেশের কাপড়ও ফেলে দিয়েছে অথচ আপনি কিন্তু তা করেন নি।
আপনার স্যলোয়ার কামীজ এবং গলায় ঝোলানো দোপাট্টা কেউ যদি ফেলে দিতে চায় তাহলে আপনার কাছে কেমন লাগবে জানিনা তবে মুসলিম বাঙালী মেয়েদের বোরকা ফেলেদিলে অবশ্যই খারাপ লাগবে।
বেশী আধুনিক হতে গিয়ে তসলিমা নাসরিনের মত মহারথী ডজন ডকন পুরুষের ঘর রোশনাই করেও আজ পস্তাচ্ছে অথচ আপনি তার তুলোনায় অনুল্লেখ্য।
ইতিমধ্যেই সংসার সুখ হারিয়ে এখন বেসাহারা জীবন জাপন করছেন। অথচ এমনা হওয়ার কথা ছিলনা।
সময় থাকতে সাধু সাবধান নাহলে একুল ওকুল সব কুল হারিয়ে তসলিমার মত গণিকা হিসেবে জিল্লতির জীবন জাপন ছাড়া কিন্তু কোন কিছু করার থাকবে না।
আপনি এবং তসলিমা নাসরিণরা যাদের প্রতিনিধী তাদের সকলের হেদায়েত কামনা করছি।
ধন্যবাদ।
বিষয়: বিবিধ
১৮৭১ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাবতেই অমি পিয়ালের বেড পার্টনারের মত মনে হলো
এমন কথা ভাবতে পারলেন। সুশীলদের জন্য ওগুলো প্রগতির সোপান।
স্বামী সংসার হারিয়ে ইতি মধ্যেই দেব গণিকা হয়েছে।
মহিলাদ্বয় ইসলাম বিদ্বেষী সে পরিচালকের সহযোগী হিসাবে তার চিত্ররূপ দিয়েছে মাত্র।
মূলতঃ এ ভিডিও টি শয়তান এর আগ্রেসিভ কিংবা এ্যাটাকিং বিহেভিয়ার এর সমতুল্য। আর শেখ ইমরান হোসেন এর বিশ্লেষনের আলোকে বলতে হয় - দজ্জাল এর ক্রিয়া কর্মের আর একটি প্রকাশ।
মূলতঃ এ স্ক্রীপ্ট কাফের ও মুশরিকদের চিন্তা চেতনা ও চৈতন্যের বৈকল্য দিনকে দিন প্রকট করে তুলছে - আর বিশ্বাসীদের চৈতন্য ধীরে হলেও ফিরিয়ে আনছে।
কাফের মুশরিকরা তাদের আবিষ্কার ও অভিধায় যে আদিম জগত - তাতে ফিরতে যার পর নাই সচেষ্ট - আর ঈমানদার মুসলিমরা গোমরাহী হতে ফিরতে মানবতার স্বার্থকতার পথে এগিয়ে চলেছেন।
এতে করে সাময়িক ঈমানদাররা হিউমিলিয়েশানের শিকার হচ্ছেন, দুনিয়াবী কষ্টে কষ্ট পাচ্ছেন - একই সাথে অন্যদিকে আল্লাহর দরবারে সাকসেস রেইট ও অনেকদিন পর দ্রুত লয়ে বাড়ছে।
থ্যাংক ইউ এর অর্থ ভালো হলে আপনাকেও থ্যাংক ইউ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
ধন্যবাদ।
নামডা কি যেন কইলেন!
রোকেয়া পাসী নাকি রোকেয়া প্রাচী?
আপনেগো ধর্মে নাকি নামের অর্থের আসর ব্যক্তির স্বভাব চরিত্রের উপর প্রভাব ফেলে!!!
আসলে কথাডা হাচা হুনলাম বাজান?
ধন্যবাদ।
দুঃখের বিষয় একটি মুসলিম দেশে এই বদমাইশ গুলি ইসলামকে এভাবে প্রকাশ্য আঘাত করে সহজেই পার পেয়ে যায় কিভাবে?
ধন্যবাদ।
ধন্যবাদ।
প্রথমতঃ ধন্যবাদ জানাই পোস্টদাতাকে তাঁর সময়োপযোগী যুক্তিসঙ্গত এবং ফাটাফাটি পোস্টের জন্য, অতঃপর ধন্যবাদ জানাতে হয় উপরে কোটকৃত মন্তব্যদাতাকে তাঁর গভীর অর্থবহ মন্তব্যের জন্য, অতঃপর পোস্টদাতাকে আবারো ধন্যবাদ, তাঁর পোস্টের বদৌলতে এতসব বোম ফাটানো মন্তব্য সৃষ্টিতে অবদান রাখার জন্য।
মন্তব্য করতে লগইন করুন