বোরকাটা ফেলে দিলে আর কেমন হবে, আপনার স্যালোয়ার কামীজ ফেলে দিলে যেমন হবে।

লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০৮:১৬ রাত



রোকেয়া প্রাচী,

মা-বোনদের প্রতিনিধি হিসেবেই আপনাকে বলছি।

আধুনিকতার নামে ইউরোপের অনেক মেয়েরাই নাভির নিন্মদেশ এবং বাক্ষদেশের কাপড়ও ফেলে দিয়েছে অথচ আপনি কিন্তু তা করেন নি।

আপনার স্যলোয়ার কামীজ এবং গলায় ঝোলানো দোপাট্টা কেউ যদি ফেলে দিতে চায় তাহলে আপনার কাছে কেমন লাগবে জানিনা তবে মুসলিম বাঙালী মেয়েদের বোরকা ফেলেদিলে অবশ্যই খারাপ লাগবে।

বেশী আধুনিক হতে গিয়ে তসলিমা নাসরিনের মত মহারথী ডজন ডকন পুরুষের ঘর রোশনাই করেও আজ পস্তাচ্ছে অথচ আপনি তার তুলোনায় অনুল্লেখ্য।

ইতিমধ্যেই সংসার সুখ হারিয়ে এখন বেসাহারা জীবন জাপন করছেন। অথচ এমনা হওয়ার কথা ছিলনা।

সময় থাকতে সাধু সাবধান নাহলে একুল ওকুল সব কুল হারিয়ে তসলিমার মত গণিকা হিসেবে জিল্লতির জীবন জাপন ছাড়া কিন্তু কোন কিছু করার থাকবে না।

আপনি এবং তসলিমা নাসরিণরা যাদের প্রতিনিধী তাদের সকলের হেদায়েত কামনা করছি।

ধন্যবাদ।

বিষয়: বিবিধ

১৮৭১ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

171784
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২০
চেয়ারম্যান লিখেছেন : আপনার স্যালোয়ার কামীজ ফেলে দিলে যেমন হবে। Love Struck

ভাবতেই অমি পিয়ালের বেড পার্টনারের মত মনে হলো Tongue Tongue
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৬
125593
আবু জারীর লিখেছেন : ছি!!
এমন কথা ভাবতে পারলেন। সুশীলদের জন্য ওগুলো প্রগতির সোপান।
171786
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পেত্নী অনেক বার ইসলাম নিয়ে কটুক্তি করেছে ,এই পেত্নীকে তসলিমা নাসরিনের ভাগ্য বরণ করা ছাড়া উপায় নেই।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৬
125592
আবু জারীর লিখেছেন : শুরু হয়ে গেছে।
স্বামী সংসার হারিয়ে ইতি মধ্যেই দেব গণিকা হয়েছে।
171787
০২ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৫৪
সাদাচোখে লিখেছেন : যে পরিচালক ঐ মহিলাদ্বয়ের মুখ দিয়ে অমন ডায়ালগ বের করেছে - মূলতঃ সে ই এই চাতুরীর আশ্রয় নিয়েছে - এবং তার টার্গেট ছিল নতুন করে যে সব মেয়ে হিজাব নেবার অবস্থায় উপনীত হয়েছে এবং অনুভব করছে - তাদের মধ্যে কনফিউশান কিংবা দ্বিধা সৃষ্টি করা।

মহিলাদ্বয় ইসলাম বিদ্বেষী সে পরিচালকের সহযোগী হিসাবে তার চিত্ররূপ দিয়েছে মাত্র।

মূলতঃ এ ভিডিও টি শয়তান এর আগ্রেসিভ কিংবা এ্যাটাকিং বিহেভিয়ার এর সমতুল্য। আর শেখ ইমরান হোসেন এর বিশ্লেষনের আলোকে বলতে হয় - দজ্জাল এর ক্রিয়া কর্মের আর একটি প্রকাশ।

মূলতঃ এ স্ক্রীপ্ট কাফের ও মুশরিকদের চিন্তা চেতনা ও চৈতন্যের বৈকল্য দিনকে দিন প্রকট করে তুলছে - আর বিশ্বাসীদের চৈতন্য ধীরে হলেও ফিরিয়ে আনছে।

কাফের মুশরিকরা তাদের আবিষ্কার ও অভিধায় যে আদিম জগত - তাতে ফিরতে যার পর নাই সচেষ্ট - আর ঈমানদার মুসলিমরা গোমরাহী হতে ফিরতে মানবতার স্বার্থকতার পথে এগিয়ে চলেছেন।

এতে করে সাময়িক ঈমানদাররা হিউমিলিয়েশানের শিকার হচ্ছেন, দুনিয়াবী কষ্টে কষ্ট পাচ্ছেন - একই সাথে অন্যদিকে আল্লাহর দরবারে সাকসেস রেইট ও অনেকদিন পর দ্রুত লয়ে বাড়ছে।


০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৫
125591
আবু জারীর লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
171804
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৫
তহুরা লিখেছেন :
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
125590
আবু জারীর লিখেছেন : এটাই আল্লাহর খেলা। তার পরেও বেউকুফরা বুঝে না!
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৩২
161336
আহ জীবন লিখেছেন : এইটা তো লোক দেখানো পরা।
171816
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:০৬
সুমাইয়া বিনতে আফসারী লিখেছেন : বাহ!! খুব সুন্দর তো !! থ্যাংক ইউ অসাধারন লিখাটির লিখককে..…
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
125589
আবু জারীর লিখেছেন : মানে কি?
থ্যাংক ইউ এর অর্থ ভালো হলে আপনাকেও থ্যাংক ইউ।
171824
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:৩৫
egypt12 লিখেছেন : সব ফেলে দিয়ে কবরে গেলে বুঝবে কেমন লাগে
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১০
125588
আবু জারীর লিখেছেন : ওর দুনিয়ায়ও বুঝবে।
ধন্যবাদ।
171855
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ফেলে দিতে পারলে মনে হয় খুশিই হবে। কারন তাইলে দাদাগো দেশে হিট হতে বেশি কষ্ট হবেনা।
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৭
125628
আবু জারীর লিখেছেন : তা যা বলেছেন।
ধন্যবাদ।
171883
০২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৫৯
আবু সাইফ লিখেছেন : সেদিন পত্রিকায় দেখলাম এক মহিলা সার্জারী করে আরো কিছু ফেলে দিয়ে বুকটা পুরুষের মত করে নিয়েছে!
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
125630
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন : সেদিন পত্রিকায় দেখলাম কোন এক বাঙ্গালী পুরুষও নাকি কি কানাডা গিয়ে কি যেন পরিবর্তন করে বুকের সাইজ মাইয়াগো মতন কইরছে?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৮
126275
আবু জারীর লিখেছেন : উপযুগিতা হারিয়ে গেলে যা হয় আরকি। নিজেদের মূল্য যখন নিজেরাই কমাচ্চে তখন আমাদের কিইবা করার আছে?
ধন্যবাদ।
171886
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৯
গ্যাঞ্জাম খানের খোলা চিঠি লিখেছেন :
নামডা কি যেন কইলেন!
রোকেয়া পাসী নাকি রোকেয়া প্রাচী?
আপনেগো ধর্মে নাকি নামের অর্থের আসর ব্যক্তির স্বভাব চরিত্রের উপর প্রভাব ফেলে!!!
আসলে কথাডা হাচা হুনলাম বাজান?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:১৯
126276
আবু জারীর লিখেছেন : আপনার ধর্মে কি বলে?
১০
171888
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৫
বেআক্কেল লিখেছেন : ওই কালো রংয়ের কালির মত কদাকার চেহারার মাইয়া যদি হঠাৎ করে নিজের কাপড় চোপড় খুইলা ফেলে, লিঙ্গ সাহিত্যিক সৈয়দ শামশুল হক তো বটেই, আবদুল গাফ্ফারের মত গান্ডু ব্যক্তিও পালিয়ে যাবে।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২০
126278
আবু জারীর লিখেছেন : আব্দুল গাফ্ফাররা মুফত ভোগী।
১১
171889
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১৮
আহমদ মুসা লিখেছেন : মা বাপে নাম রেখেছে কত সুন্দর রোকেয়া। নিজের পৈত্রিক নামের শেষে আরো কিছু যোগ করে হয়েছে রোকেয়া প্রাচী। প্রাচী শব্দটি শুনতে যেমন একটি মন্দ শব্দের সাথে মিলে যায় তেমনি বানানে ভূলে করে কেউ অন্য কিছুই লিখতে পারে। তখন তা দিয়ে যে অর্থ বুঝায় সেরকমই যেন মনে হচ্ছে সাংস্কৃতিক জগতের বলগাহীন এই অর্ধ শিক্ষিত মূর্খ মেয়েটির আচার‌ণ।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
126280
আবু জারীর লিখেছেন : নাম ফাটানোর জন্য অর্ধ মূর্খরা এমন অনেক কান্ডই ঘটায়।
ধন্যবাদ।
১২
171892
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৬
এম এম নুর হোসাইন মিয়াজী লিখেছেন : পতিতা তলায় যার বেড়ে উঠা,তার কাছে কোরকা একটি বিষের মত।সে আর ভাল কি বলতে পারে।
দুঃখের বিষয় একটি মুসলিম দেশে এই বদমাইশ গুলি ইসলামকে এভাবে প্রকাশ্য আঘাত করে সহজেই পার পেয়ে যায় কিভাবে?
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
126283
আবু জারীর লিখেছেন : ওরা ইসলামকে গালি দিয়ে, অপমান করে নিজেদের অসাম্প্রদায়িক দাবী করে!!!
১৩
171895
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৮
লোকমান লিখেছেন : চেয়ারম্যান লিখেছেন : আপনার স্যালোয়ার কামীজ ফেলে দিলে যেমন হবে।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
126284
আবু জারীর লিখেছেন : আসলে ওরা সেটাই চায় কিন্তু মুসলমানা উগ্র সাম্প্রদায়িক নয় বলে এখনও স্বস্তিতে আছে।
১৪
171899
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৪৪
আবু আশফাক লিখেছেন : রোকেয়া প্রাচীদের খোলার প্রতিযোগীতায় তারাই অংশ নিচ্ছে যারা নিজেদেরকে দাদাদের বন্ধু ভাবতে মজা পায়। তাই দাদারা যত খুলবে রোকেয়া প্রাচীরা পাল্লা দিয়ে তার চেয়ে বেশি খুলবে!
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৪
126286
আবু জারীর লিখেছেন : মহিলা মনেহয় শীলাকি জওয়ানি দেখাতে চায় কিন্তু দর্শ পাচ্ছেনা বলে এখন পাগলের প্রলাপ বকছে।
১৫
171959
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভাইরে সব ডিজিটাল কারবার।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৫
126287
আবু জারীর লিখেছেন : বিবেক বোধ যাদের আছে তারা এতটা ডিজিটাল হতে পারেনা।
ধন্যবাদ।
১৬
171973
০২ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
ইক্লিপ্স লিখেছেন : এরা আসলে বনের পশুদের মত আধুনিক। তবে মানুষেরা এদের মত আধুনিক হতে চায় না। ওরা নিজেরাই ওদের শাহবাগী প্রজন্মসহ এমন আধুনিক হোক। আমরা হব না।
০৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৬
126288
আবু জারীর লিখেছেন : শাহাবাগীরা দুনিয়া আেখেরাত দুটি হারিয়ে ধিরে ধিরে জংলী হয়ে যাচ্ছে। এক সময় হয়ত সভ্য সমাজে ওদের প্রবেশাধিকার রহিত হবে।
ধন্যবাদ।
১৭
213170
২৫ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:৩১
ইবনে হাসেম লিখেছেন : ''ওই কালো রংয়ের কালির মত কদাকার চেহারার মাইয়া যদি হঠাৎ করে নিজের কাপড় চোপড় খুইলা ফেলে, লিঙ্গ সাহিত্যিক সৈয়দ শামশুল হক তো বটেই, আবদুল গাফ্ফারের মত গান্ডু ব্যক্তিও পালিয়ে যাবে।''

প্রথমতঃ ধন্যবাদ জানাই পোস্টদাতাকে তাঁর সময়োপযোগী যুক্তিসঙ্গত এবং ফাটাফাটি পোস্টের জন্য, অতঃপর ধন্যবাদ জানাতে হয় উপরে কোটকৃত মন্তব্যদাতাকে তাঁর গভীর অর্থবহ মন্তব্যের জন্য, অতঃপর পোস্টদাতাকে আবারো ধন্যবাদ, তাঁর পোস্টের বদৌলতে এতসব বোম ফাটানো মন্তব্য সৃষ্টিতে অবদান রাখার জন্য।
২৫ এপ্রিল ২০১৪ রাত ০৮:৫৪
161352
আবু জারীর লিখেছেন : এত পিছনে গিয়ে লেখাটা পড়া এবং উৎসাহ ব্যঞ্জক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File