দেবদেবীদের বস্ত্র হরণ সেতো ধর্মের কাহিনী।
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৮ ডিসেম্বর, ২০১৩, ০২:১৩:৫৯ দুপুর
দৌরপদির বস্ত্র হরণ
সেতো ধর্মের কাহিনী
দেবজানীর বস্ত্র হরণ
কেমনে বল মানি?
সভ্য সমাজে অসভ্যতার
নীন্দার ভাষা নাই
অত্যাচারে ইন্দ মার্কিণ
একে অন্যের ভাই।
ফেলানীর জীনের মূল্য যদি
ভারত মাতা দিত
দেবজানীর বস্ত্র খুলতে
মার্কিনীরা ভয় পেত।
সভ্য আর অসভ্যের দ্বন্দ্ব
চির কালই ছিল
নতুন করে সেই খেলা
আবার শুরু হল।
বামুন হয়ে চাঁন্দের গায়ে
হাত বাড়াতে নাই
দেবজানীকে নগ্ন করা থেকে
শিক্ষা নেয়া চাই।
অন্ধ ভারত বন্ধ কর
তোমার নগ্ন খেলা
তা নাহলে বস্ত্র তোমার
যেবে আরে মেলা।
বাবার উপর বাবা আছে
দাদার উপর দাদা
এই সত্যটা ভুলে গেছে
প্রতিবেশী গাধা।
বিষয়: বিবিধ
১৮৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন