দোষী হলে আব্দুল কাদের মোল্লার শতবার ফাঁসি হোক কিন্তু জনগণ নির্দোষ কাদের মোল্লার মুক্তি চায়।
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ ডিসেম্বর, ২০১৩, ০৯:১৮:১৬ সকাল
দোষী হলে আব্দুল কাদের মোল্লার শতবার ফাঁসি হোক কিন্তু জনগণ নির্দোষ কাদের মোল্লার মুক্তি চায়। তাদের মতে তিনি নির্দোষ, নির্দোষ এবং নির্দোষ।
সত্য ঘটনাকে কেন্দ্র করে একটা অসত্য নাটক সাজিয়ে জনাব মোল্লাকে মৃত্যু কুপের কাছে এনে দাড় করান হয়েছে বলে তার পরিবার, দল এবং জাতির বিবেকের কাছ থেকে যে আপত্তি উঠেছে তার সুরাহা না করে মৃত্যু দন্ড কার্যকর হরা হবে আত্মঘাতি রাষ্ট্রিয় এবং বিচারিক অন্যায় যা কোন সভ্য সমাজের জন্য কাম্য নয়।
সাক্ষি মোমেনা যে সাজানো এবং আসল মোমেনা যে ভিন্না তা এখন দিবালোকের মত স্পষ্ট বলেই সংখাগরিষ্ট জনগনের দৃঢ় বিশ্বাস।
রাষ্ট্রিয়ভাবে অন্যায্য এবং বিচারের নামে প্রহসনের মাধ্যমে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হলে প্রতিহিংসার যে দাড় উন্মুক্ত হবে তা থেকে কেউ রোহাই পাবেনা। ক্ষমতা কারো জন্যই চিরস্থায়ি নয় তাই যে যখন সুযোগ পাবে সে তখন প্রতিপক্ষকে নীর্মূল করার জন্য একই পদ্ধতি অবলম্বনে উৎসাহী হবে যা রাজনীতিক হিসেবে কারোই কাম্য হওয়া উচিৎ নয়। এমন হত্যা কান্ডে আজ হয়ত প্রতিপক্ষ ঘায়েল হচ্ছে কিন্তু পক্ষান্তরে এটা নিজের হাতে নিজের কবর রচনারই সামিল। আশা করি সরকার পক্ষ এই সামান্য সত্যটুকু অনুধাবন করবেন এবং আত্মঘাতি কিলিং এ্যাজেন্ডার সমাপ্তি টানবেন।
বিষয়: রাজনীতি
১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন