অসংবিধানিকদের সংবিধানের দোহাই!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৫ নভেম্বর, ২০১৩, ০১:৪২:২০ দুপুর
শ্বৈরাচারীরা সর্বদা সংবিধানের দোহাই দেয় আর নিজেরাই সংবিধান লঙ্গন করে!
জনগণের মৌলিক অধিকার হরণ কি অসাংবিধানিক না?
তাহলে বলুনতো দেখি বাকশালীরা সংবিধানের কোন ধারা বলে মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছিল?
সংবিধানের কোন ধারা বলে নির্দলিয় বা বিরোধীদলীয় তরুণদের চাকুরীর অধিকার বঞ্চিত করে শুধু মাত্র আপন লীগ আর বিশেষ ধর্মের লোকদের চাকুরী পদ পদবি আর ব্যবসার সুযোগ দিয়ে যাচ্ছে?
কোন ধারা বলে লীগীয় খুণি, ডাকাত ছিন্তাইকারীদের বেকসুর খালাস দিচ্ছে?
পক্ষান্তরে কোন ধারা বলে বিরোধীদলের নির্দোষ কর্মীদের হাজত খাটাচ্ছে?
ফ্রি স্টাইলে খুণ করছে, গুম করছে?
পোষাকি বাহিনীর সদস্যদের পেটোয়া বাহিনি করে দলিয় লাঠিয়াল হিসাবে কাজে লাগাচ্ছে।
তাদের সাথে সাথে অপোষাকী দলীয় ক্যাডারদের লেলিয়ে দিয়ে বিরোধী দলের আন্দোলন ঠ্যাকানোর ব্যার্থ চেষ্টা করছে?
বিষয়: বিবিধ
১০৭৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন