কুচবিহারের গরু

লিখেছেন লিখেছেন আবু জারীর ১৯ নভেম্বর, ২০১৩, ০২:৩৪:৫৩ দুপুর

কুচবিহারের গরু একটা

আছে বাংলাদেশে

সেই গরুকে দেখে সবে

মুখ টিপে হাসে।

গরু বলে গরুতো নয়

দেখতে মানুষ রূপ

সকাল বিকাল মত পাল্টায়

সেই গরুটা খুব!

গরু ও না গাধা ও না

দোপায়ে এক ভাড়

থুথু চাটা চিরিয়াটার দাম

বাড়িও না আর।

বুড়া গরুর মরার সময়

হয়ত বেশী নাই

পাকা চামড়ার টেকসই জুতা

বুবুর জন্য চাই।

বিষয়: বিবিধ

১৩৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File