নাই টেলিফোন, নাইরে পিয়ন, নাইরে টেলিগ্রাম, ননদ ভাবির ঝগড়া আমি কেমনে থামাইতাম?
লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ অক্টোবর, ২০১৩, ১২:৩১:২১ দুপুর
ফোনালাপে বেগম জিয়ার প্রতিটি উচ্চারণ ছিল সাহসী এবং নির্ভিক। তাকে পরিকল্পিত ভাবে উত্তেজিত এবং আসংলগ্ন করার চেষ্টা করা হয়েছে কিন্তু তিনি উত্তেজিত বা অসংলগ্ন হয়ে কোন বেফাঁস কথা বলেন নি। তাকে লক্ষ্যচ্চুত করার চেষ্টা করা হয়েছে কিন্তু তাকে টলানো যায়নি। দোষের যেটা হয়েছে সেটা হচ্চে তার কণ্ঠস্বর কিছুটা চড়া ছিল। এতে আমি দোষের কিছে দেখিনা তবে নরম টোনে কথা বলতে পারলে হয়ত আরো ভালো হত।
দাবীদারের টোন সর্বদা চড়াই থাকে না হলে দাবী লক্ষ্যে পৌছেনা। যার কাছে দাবী করা হয় তার যদি দাবী মানার ইচ্ছা না থাকে তাহলে সে ছেলে ভুলানো কথা বলে। টেলি সংলাপেও তেমনটাই হয়েছ। বেগম জিয়ার বক্তব্যে ক্ষুৎ ধরতে নাপেরে এখন তার টোন নিয়ে পেইড এজেন্টরা মাঠ গড়মের চেষ্টা করছে।
জতীয়তাবাদী ইসলামী ভাবধারার টকাররা কেন যে ডিফেন্ড করার তালে থাকে, বুঝি না। ধারিবাজদের সব কথার উত্তর না দিয়ে বরং প্রতিপক্ষের বক্তব্যের ক্ষুৎ ধরতে পারলে তারা ডিফেন্সে চলে যেতে বাধ্য। হাজারও সুযোগ থাকার পরেও জতীয়তাবাদী ইসলামী ভাবধারার টকারদের অনেকেই সেটা করতে পারছেন না।
বেগম জিয়া যেদিন রুহুল কবীর রিজভি সাহেবকে দেখতে গেলেন সেদিন সরকারী পেটোয়া বাহিনী যে আচরণ করেছে তা নিজের চোখে দেখেও বেগম জিয়া যে স্থির ছিলেন সে জন্যইতো তাকে সাধুবাদ জানানো দরকার।
দুই বছর ধরে যে লাল ফোন বিকল সে লাল ফোনের ব্যাপারে যখন সরাসরি দোষ দিয়ে বলাহয় নষ্ট নাকি নষ্ট করে রাখা হয়েছিল? রিং হয়েছে, মনে হয় আপনার কানে সমস্যা আছে! আমরা তো ২১শে আগষ্টের গ্রেনেড হামলায় একজনের কান গেছে বলে শুনেছিলাম তাহলে সে দোষ অন্যজনকে দেয়া হচ্ছে কেন? বেগম জিয়ার দাবী যদি অসত্য হয় তাহলে তা প্রমাণ করার সহজ সুযগ আছে। উক্ত নাম্বারের ইনকামিং আউট গোয়িং কল লিষ্টের প্রিন্ট প্রকাশ করলেই ল্যাঠা চুকে যায়। টেলিটক প্রকাশ করা গেলে কল লিষ্ট প্রকাশ করা যাবেনা কেন? সেটা করতে পারলে তো বেগম জিয়ার বক্তব্যের অষাঢ়তা প্রকাশ পাবে। কিন্তু সেটা করা হবেনা, কারণ সেটা করলে সাধুর চেহারায় তস্করের ছাপ পরার সমূহ সম্ভাবনা আছে।
২১শে আগষ্টের ব্যপারে বেগম জিয়াকে সরাসরি দোষারোপ করা হল অথচ পাঁচ বছর ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পরেও কেউ কোন ক্লু বাহির করতে পারলনা। এর পরেও এমন একটা সেন্সিটিভ বিষয়ে দেশের প্রধানের পক্ষ্য থেকে দ্বিতীয় প্রধানকে সরাসরি দোষারোপ করা কতটা ভব্যতার তা কেউ বলছেনা!
২১শে আগষ্টের ঘটনার মত ১/১১, এরশাদের শ্বৈর শাসন, স্বঘোষিত বেইমানী সহ প্রতিটি বিষয়েই আওয়ামী চাইদের চেপে ধরা যায় কিন্তু কেউই তা করছেনা। হয়ত সত্য উচ্চারণে সাহসীরাও ভয় পাচ্ছে যেমন রক্ষিবাহিনী ও নাৎসিদের মানুষ ভয় পেত।
বিষয়: বিবিধ
৩৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন