ভারতের কাছে দাসক্ষত দেয়া বাকশালী বন্ধুর বদৌলতে বাংলাদেশীদের সাথে ইতিহাসের নিষ্ঠুরতম বর্বরতা!
লিখেছেন লিখেছেন আবু জারীর ২৬ অক্টোবর, ২০১৩, ১২:৩৮:৩৭ দুপুর
এই বর্বরতার শেষ কোথায়? ভারত কোন সভ্য দেশ নয়। কোন সভ্য দেশ এমন ব র্ব র আচরণ করতে পারেনা।
পৃথিবীর কোথাও এমন বর্বরতা কখনও কেউ দেখেছে বলে প্রমাণ দিতে পারবে না।
যারা বলে ১৯৪৭এ ভারত বিভাগ বা টু নেশান থিউরী ভুল ছিল তারা বোকার স্বর্গে বাস করছে। সেদিন আমাদের পূর্ব পূরুষেরা ভারত ভাগ করে একটুরা স্বাধীন ভূমি না রেখে গেলে এমন চিত্র আমাদের হর হামেসাই দেখতে হত। দাড়ি রাখা এবং হিজাব পরার জন্য ট্যাক্স দিতে হত।
ভারতের কাছে দাসক্ষত দেয়া বাকশালীদের নতজানু ভারত প্রিতির কারণেই স্বাধীন দেশের নাগরিকদের সাথে ভারত এমন বর্বর আচরণ করতে পারছে।
আমাদের দেশে যদি চীন বা পাকিস্তানের মত দেশ প্রেমিক মেরুদন্ডি সরকার থাকত এবং ভারতকে সর্বদা আলের উপর রাখতে পারত, তাহলে ভারত মরা সাপের মত সদা সর্বদা সোজা হয়ে চলত। যেমনটা চলছে চীন, পাকিস্তানের সাথে।
বিষধর কালনাগিনী যেমন কারও বন্ধু হতে পারেনা তেমনি ভারত এবং বাকশালীরাও কারো বন্ধু হতে পারেনা। বন্ধুত্ব আর বাকশালী ভারত দুটো এক সাথে যায়না।
এরকম বর্বরতা বাকশালী ভারত, পাকিস্তান বা চীনের সাথে দেখাতে পারেনা কারণ ভারতীয়রা ভাল করেই জানে যে চীন বা পাকিস্তানের দিকে ঢিলটি ছুড়লে পাটকেলটি খেতে হবে, তাই ভুলেও ওরা চীনা বা পাকিস্তানের দিকে চোখ তুলেও তাকায় না।
গোবৎস ভারতীয়দের বাহাদূরী যত সব ওদের কাছে দাসক্ষত দেয়া বন্ধু বাকশালীদের বদৌলতে বাংলাদেশের নিরহ জনতার সাথে।
কথিত বৃহৎ গণতন্ত্রের ধ্বজাধারী গোবৎস ভারতের এহেন বর্বরতার নিন্দা না জানিয়ে উপায় নাই।
বিষয়: বিবিধ
১৩৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন