সুন্দরবন ধ্বংসের আয়োজনে হরিণেরা চেচিয়ে কাঁদে আর আমানুষেরা খুশিতে পাদে!
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৬ অক্টোবর, ২০১৩, ১২:৫১:৩৩ রাত
href="http://www.bdtomorrow.net/newsdetail/detail/200/49156" target="_blank"]সুন্দরবন নিয়ে ছাগলদের চেঁচামেঁচিতে বিভ্রান্ত হবেন না: শেখ হাসিনা05 Oct, 2013 সুন্দরবনের ক্ষতির আশংকায় বাগের হাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মানের পদক্ষেপ বাতিলের দাবিতে আন্দোলনকারীদের 'ছাগল' বলে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।[/url]
আমার বোধ বুদ্ধি কিছুটা কম সে জন্য সব কিছু সহজে বুঝিনা। কেউ বুঝাতে চাইলেও বুঝিনা তবে একটু দেরিতে হলেও যা বুঝি অনেক বুদ্ধিমান তা কোনদিনও বুঝেনা। তবে আমার মত যারা কম বুঝের তারা কিন্তু ঠিকই বুঝে।
সুন্দরবন ধ্বংসের আয়োজনে চেচামেচি করবে তো হরিণেরা, বাঘেরা আর দাত কলিয়ে হাসবে ছগলেরা। কারণ, সুন্দরবন ধ্বংস হলে বাঘ ও হরিণের ক্ষতি, ফলে বাঘেরা, হরিণেরা চেচামেচি-চীৎকার করবে এটাই স্বাভাবিক। বাঘ-হরিণের দুঃখে অবশ্য প্রাণী হিসেবে ছাগলেরও দুঃখিত হওয়ার কথা। কিন্তু দুনিয়ায় মানুষ নামের একটা উন্নত জাতি আছে যার মধ্যে একটা অংশ আছে পশুর চেয়েও নিকৃষ্ট যারা অকারণে অন্যেকে কষ্ট দেয় এবং অন্যের কষ্টে বিকৃত সুখানুভব করে। মানব জতির সেই নিকৃষ্ট অংশকে সবাই ঘৃণা করে। এমনকি নির্বোদ প্রাণীরাও ঘৃণা করে।
বিষয়: বিবিধ
১৭২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন