হেটে যায় কে ওরা

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৪ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৫৭:১৮ রাত



হেটে যায় কে ওরা

কোন বনের বাঘ

এক শীতে কখনও

কেটেছে কি মাঘ?

পৌষ আসে মাঘ আসে

প্রতি বারে বারে

বাংলার বাঘেরা ধরে যারে

তারে নাহি ছারে।

সময় থাকতে মাঝিরা

হও হুশিয়ার

ঝড় উঠলে পাবেনা

পথ পালাবার।

বাপ ভাইর রথ আগে

গেছে বিপথে

তোমার উল্টা রথ যেন

বাঁচে কোন মতে।

নিজের পায়ে কুঠার

নিজে মেরনা

আত্ম হননের পথ

বেছে নিও না।

সোনার বাংলা গড়তে

সোনার ছেলে চাই

শিবিরের চেয়ে ভালো

কে আছে ভাই?

ভালোকে ভালো বলো

কালো কে কালো

শিবিরের ছেলেরা জাতিকে

এনে দিবে আলো।

বিষয়: বিবিধ

১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File