জয়ের জয় ক্ষয়ের পথে
লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ সেপ্টেম্বর, ২০১৩, ০৫:০০:৩৬ বিকাল
জয় বাংলা, জায় হিন্দ
জিয়ে পাকিস্তান
বন্ধুর নৌকা যাচ্ছে এবার
সাধের গোরস্থান!!
ঘরে ঘরে চাকুরী আর
বিদেশ বাড়ি বাড়ি
ওসব ছিল ফাঁকা বুলি
বেকার সরি সারি।
যুদ্ধাপরাধের বিচার ছিল
নির্বাচনী ট্রামের তাস
সে আশায়ও গুড়ে বালি
স্কাইপি হয়ে ফাস!
ছলচাতুরি করে দেখেনি
আর একটা চান্স পায়
সে আশায় নামছে মাঠে
জয় খৃস্টিনার মায়।
জয়ের জয় ক্ষয়ের পথে
জলের নৌকা ডাঙায়
চোখের জলে কাজ হবেনা
ধরলেও জনতার পায়।
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন