ফল খেতে চাও দাদারা, গাছ লাগিয়ে খাও।

লিখেছেন লিখেছেন আবু জারীর ২৩ জুন, ২০১৩, ০৬:০৪:৩৪ সন্ধ্যা

ফল খেতে চাও দাদারা, গাছ লাগিয়ে খাও।



গাছ লাগায় শিশু শিবির

ফল খায় শালীকে

শিশু শিবিরের জয়ধ্বনী

শুনি দিকে দিকে।

গাছাধিকারের কথা বলে

গোঁফে মেখে তেল

চোখ দুটো ঘুড়ায় দাদা

যেন কাঁচা বেল!

এই বর্ষায় গাছ লাগানোর

মুরদ তোমার নাই

ফল পাকিলেই কর দাদা

শুধু খাই খাই।

ফল খেতে চাও দাদারা

গাছ লাগিয়ে খাও

চলতি বর্ষার পরে কিন্তু

আর পাবেনা ফাও।

খেতের পানি শুকিয়ে যাবে

অচল হবে নাও

দাদার দেশে চাইলে যেতে

জলদি চলে যাও।

চার সিটিতে চার গনেশ

উল্টে গেছে দাদা

কালো বিড়াল পড়ে ফাঁদে

ভেশ ধরেছে সাদা!

বিষয়: সাহিত্য

১৭৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File