বোতল ভরা চেতনা
লিখেছেন লিখেছেন আবু জারীর ১৬ জুন, ২০১৩, ০৫:০৭:৪০ বিকাল
বোতল ভরা চেতনা
খাবে বুবু এসনা।
পরিবেশক লাকী
নাইকো কোন ফাকী।
খেলেই বাজি মাৎ
ছেলে বুড় কাৎ!
প্রজন্মে জন্ম নিবে
তোমার ভবিষ্যৎ!
হেফাজতের হুজুরেরা
বেজায় বেরশিক।
মুড়ি চিড়া খেয়ে ওরা
আসছে ঢাকার দিক!
তাড়া তাড়া ওদের তারা
কর শাপলা ছাড়া।
দশমিনিটেই খালি হবে
মতিঝিলের পাড়া!
কি দেখলাম কি হল
বুঝলনা তো কেউ
হুজুর তারিয়ে চেতনা বুবু
সেজে আছেন বৌ!
চার সিটিতে হেফজতিরা
দিল শেষে হানা
দাত কেলিয়ে হাসতে বুবু
করে দিছেন মানা।
হেফাজতি ঝড়ে কাপছে,
চেতনার ভবিষ্যৎ
চার সিটিতে চেতনা ধারীরা
বেজায় কুপকাৎ!
ওরে সরকার ওরে লাকী
তোরা, কোথায় সবজনা?
চেতনার বোতলে গন্ধ কেন
যেমন গো-চোনা!
চেতনার বোতল ধুয়ে মুছে
কর জলদি সাফ
শফি হুজুরের পায়ে ধরে চল
চেয়ে আসি মাফ।
বিষয়: বিবিধ
১৬৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন