ছাত্রলীগের হাফ এ্যান্ড কোয়ার্টার সেঞ্চুরীওয়ালারা দলে দলে শিবিরে যোগ দিচ্ছে! (সূত্রঃ নিজস্ব উর্বর মগজ২৪ডট কম)
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৪০:২৮ রাত
(হাতে রাখি আর গলায় পইতা দেখে কি মনে হচ্ছেনা যে সদ্য শিবিরে যোগ দেয়া ছাত্রলীগ?)
বর্তমান সরকারের শুরু থেকেই একটা কথা খুব জোরেসোরে সোনা যাচ্ছিল। সরকারের মন্ত্রী এমপি এমনকি প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছিলেন যে পিঠ বাঁচাতে শিবির ছাত্রলীগে অণুপ্রবেশ করছে।
তখন বিশ্বাস নাহলেও এতদিন পরে আমার কেন যেন বিশ্বাস করতে মন চাচ্ছে।
ছাত্রলীগের হাজারো ধর্ষক এবং চাঁদাবাজদের ভিড়ে কিছু ভালো ছেলেও যে আছে তা বলার অপেক্ষা রাখেনা। শিবির সহ আপামর জনগণ জানে যে ভাল ছেলেরা আদর্শের কাঙ্গাল। তারা আদর্শ সংগঠন পেলে সেখানে নাম লেখায়। যার প্রমাণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ওখানে আদর্শ সংগঠন আছে বলেই ছাত্রলীগ স্বাচ্ছন্দে সেঞ্চরী করতে পারছেনা।
ঢাবি, জাবিতে যেহেতু সরাসরি ছাত্রলীগের ছেলেদের দাওয়াত দেয়ার সুযোগ নাই বরং শিবিরের নাম নেয়া মানেই বিষাক্ত কালনাগিনীর গর্তে নিজের হাত ঢুকিয়ে দেয়া। তাহলে উপায় কি? উপায় হল তাদের সাথে মিশে যাওয়া। ঠিক সেকাজটাই হয়ত শিবির শুরু থেকেই সতর্কতার সাথে করেছে।
যার ফল ইতিমধ্যেই শিবির পাওয়া শুরু করেছে বলে আমার মনে হচ্ছে। নাহলে চিরুনী অভিজান, সাহারা অভিজান মখা অভিজান শেষ পর্যন্ত বেনজির অভিজানের পরেও এত শিবির আসল কোথা থেকে?
তাছাড়া ছাত্রলীগের যেসকল ছেলেরা এখনও সেঞ্চুরীর ল্যান্ডমার্কে পৌছুতে পারেনি তারা আর রিস্ক নিতে চাচ্ছে বলেও মনে হচ্ছেনা।
হাফ সেঞ্চুরী কোয়ার্টার সেঞ্চুরী যারা করেছে তারা ভয়ে আছে। যদি ১৮ দলিয় জোট ক্ষমতায় আসে তাহলে ভুক্তভোগী সাধারণ জনগণ এবং ছাত্রদলের গুতানিতে তাদের দেশ ছাড়া হতে হবে। অন্য দিকে সেঞ্চরী ছাড়া আবার বিপদে আপদে আওয়ামিলীগ এগিয়ে আসে না।
এহেন নাজুক অবস্থায় বাঁচার উপায় একটাই আর তাহল শিবিরে যোগ দেয়া। শিবির যেহেতু ইসলামের কথা বলে তাই ক্ষমাই তাদের মহান ব্রত এবং নবী (সঃ) এর সুন্নত। তাই শিবিরে যোগদেয়ার মাধ্যমেই বেকল সাধারণ জনগণ এবং ছাত্রদলের আক্রশ থেকে বাঁচা যেতে পারে। এমন চিন্তায়ই ছাত্রলীগের হাফ এ্যান্ড কোয়ার্টার সেঞ্চুরী ওয়ালারা শিবিরে যোগ দিচ্ছে এবং দলে দলে যোগদানের প্রকৃয়ায় আছে বলে আমার মনে হচ্ছে।
বিষয়: বিবিধ
১৪৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন