ইঁদুর নামা।

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ মে, ২০১৩, ১২:৪৫:৩৮ দুপুর



দাদার মুখে দাড়ি ছিল

দাদীর মাথায় সিঁদুর

ফাঁক গলিয়ে ঢুকল ঘরে

গোফ ওয়ালা এক ইঁদুর।

ছোট্ট বেলায় করত সেটা

কুটুস কাটা কাটি

বড় হয়েই করল শুরু

একদম ফাঁটা ফাঁটি।

ভালো ভালো কথা বলে

করত গলা বাজি

দল বলকে উঁসকে দিয়ে

থাকত সাধু সাজি।

হুলর গলায় ঘন্টা বাঁধতে

করল হুকুম জারি

সুযোগ বুঝে জীবন নিয়ে

নিজে গেল সরি।

ঘন্টা বাঁধার পরে ইঁদুর

ভাগটা নিলেন বড়

হুঙ্কার ছেড়ে বল্ল এবার

বিরোধীদের ধর!

লঙ্কায় গিয়েই রাবন হল

ইঁদুর মাহাশয়

সবার মধ্যে ঢুকিয়ে দিল

অশুরীয় ভয়।

লঙ্কা জুড়ে দুর্বিক্ষ যখন

সীমা ছাড়াল

হনুমানের আগুনে পুড়ে

ইঁদুর মরিল।

আমও গেল ছালাও গেল

আপন ভুলের জন্য

বিপদ মুক্ত হয়ে সবে

করল ধন্য ধন্য।

বিষয়: সাহিত্য

২৬৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File