সালাম বন্ধু, সালাম তোমার তরে।
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৭ মে, ২০১৩, ০১:০৬:২৯ দুপুর
তোমরা আছ বলেই বন্ধু
টিকে আছে দেশটা
মরে গেলও জানি বন্ধু
দাফন হবে লাশটা।
শত অমানুষের ভিড়ে বন্ধু
তোমরা হাতে গোনা
তোমাদের সংখ্যা, শতেক হলে
দেশটা হবে সোনা।
সেই দিনের অপেক্ষায় বন্ধু
দেশের, তৌহিদী জনতা
বিভেদ ভুলে, আনব বন্ধু
সীসা ঢালা, একতা।
সালাম তোমায় প্রিয় বন্ধু
সালাম তোমার তরে
তোমার মত যোদ্ধা যেন
জন্মে ঘরে ঘরে।
বিষয়: সাহিত্য
১৯৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন