ফিরিয়ে দাও সেই সোনালী যুগ

লিখেছেন লিখেছেন আবু জারীর ১০ এপ্রিল, ২০১৩, ০৪:২৬:৫৫ বিকাল



ফিরিয়ে দাও সেই সোনালী যুগ

টাকায় আট মন চাল

মানুষে মানুষে ভালোবাসা

খাবার ভরা থাল।

ফিরিয়ে দাও সেই সোনালী যুগ

তাতের মসলীন শাড়ি

পুকুর ভরা মাছ, গোলা ভরা ধান

কৃষকের বাগান বাড়ি।

ফিরিয়ে দাও সেই সোনালী যুগ

লোকগীতি, জারি সারি গান

ভোরের আজান কুরআনের ধ্বনী

শুনে সবার জুড়াবে প্রাণ।

ফিরিয়ে দাও সেই সোনলী যুগ

কাজীর ন্যায় বিচার

বাদশাহ ফকীর সবে, পাবে যেথা

সমান অধিকার।

ফিরিয়ে দাও সেই সোনালী যুগ

একজন খলিফা ওমর

অভাবির অভাব দুর হবে সেথা

হওয়ার আগেই ভোর।

ফিরিয়ে দাও সেই সোনালী যুগ

রাশেদার খেলাফত

সুঃখ সমৃদ্ধ ইনসাফ পূর্ণ যেথা

নিরাপদ রবে দিন রাত।

বিষয়: সাহিত্য

১৯০১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File