আবার শাহবাগ জাগানোর জন্য মিডিয়ার এ কেমন খেলা !

লিখেছেন লিখেছেন এক্টিভিষ্ট ১১ ডিসেম্বর, ২০১৩, ০৯:৫২:৫৫ সকাল



ছবি-১ ঃ দৈনিক যুগান্তরের হাজার হাজার লোকের শাহবাগ

কাদের মোল্লার সেই বিখ্যাত ভি চিহ্ন দেখিয়ে প্রথম আলোসহ মিডিয়া শাহবাগ তৈরীতে প্রধান ভুমিকা পালন করেছিল। রায় স্থগিত হওয়ার পর পরেই সেই পুরনো খেলা শুরু হয়। এবার কাদের মোল্লার স্ত্রীর বিজয় চিহ্ন দেখানোকে ভুলভাবে চিহ্নিত করে রাতেই খেলা শুরু হয়।



ছবি-২

১। কাদের মোল্লার স্ত্রী ভি চিহ্ন দেখাচ্ছে সেটা ছিল রাত ৮ঃ৩০ এর নিউজ। কিন্ত প্রথম আলো সেই ছবি ও নিউজ আপলোড করলো রাত ১১ঃ০৫ টায় (ছবি-২ দেখুন)। নিউজের ভিতরে এমন ভাবে লিখেছে যে বুঝার উপায় নাই, এই বিজয় চিহ্ন কি রায়ের স্থগিতের পর নাকি, ফাসির কার্যকর করার সময়।

২। রাত দুইটায় যুগান্তর শাহবাগে মাত্র কয়েক ডজনের মশাল মিছিলের ছবি দিয়ে লিখেছে, শাহবাগে জড়ো হচ্ছে হাজার হাজার লোক। (ছবি-১ দেখুন)



ছবি-৩

৩। বাংলামেইল২৪ নামের একটি অনলাইন নিউজ সাইট

ফাইল ছবি দিয়ে একই কথা লিখেছে, শাহবাগে নাকি হাজার হাজার লোক জড়ো হচ্ছে। ছবি-৩ দেখুন



ছবি-৪

৪। পরিবর্তন ডট কম নামের আগেরকটা নিউজ সাইটের

নিউজ দেখুন " জেগেছে শাহবাগ" মাত্র কয়েকজন।ছবি-৪ দেখুন





বাংলানিউজ২৪-এ প্রকাশিত রাতের ছবি-৫

৫। রাত ১টা থেকে ২টায় বাংলানিউজ২৪ যে ছবি গুলো দিয়েছে সেখানে দেখেন ছবিগুলো দূর থেকে বা উপর থেকে তোলা না । খুব কাজ থেকে ফোকাস করা যাতে বুঝানো যায় অনেক লোক![i]ছবি-৫ দেখুন[/i

৬। এবার আসুন ডেইলী ষ্টার কি করেছে







Thousands gather at Shahbagh, মানে শাহবাগে জড়ো হয়েছে হাজার হাজার। এটা ছিল সারারাধ থেকে দুপুর পর্যন্ত লীড নিউজ।

কিছুক্ষণ আগে নিউজটার হেডিং চেঞ্জ করেছে। এখন হয়েছে Hundreds gather at Shahbagh (ছবি-৬ দেখুন । ছবিটার উপরে লাল বক্সটা খেয়াল করুন। ওয়েবের লিংকে এখনো দেখাচ্ছে Thousands gather at Shahbagh)

মাত্র কিছুক্ষন আগে হেডিং চেঞ্জ করলেও তাদের ওয়েব সাইটে এখনো দেখাচ্ছে Thousands gather at Shahbagh (ছবি-৭ দেখুন)।

এর আরো প্রমান পাবেন, ডেইলী ষ্টারের টুইটা ফলো করলে (ছবি-৮ দেখুন)



ছবি-৯

৬। রাত দুইটায় তোলা প্রকৃত ছবি দেখুন-৯ এ। টাইম নিউজ নামে একটি সাইটে প্রকাশিত, উপর থেকে তোলা, যেখানে যুগান্তরের হাজার হাজার লোকের ছেটে ফোটাও নাই!

বিষয়: বিবিধ

৮২২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File