জেনে নিন, কোন ঠোঁটের নারী কেমন হয় ! Kiss Kiss

লিখেছেন লিখেছেন অনেক পথ বাকি ৩১ ডিসেম্বর, ২০১৪, ০৬:০১:২১ সন্ধ্যা



নারীর ঠোঁটের গড়ন দেখেই তাদের ব্যক্তিত্ব চেনা যায়, বোঝা যায় তাদের মানসিকতা। বিষয়টি পুরোপুরি ধারণানির্ভর হলেও একেবারে অযৌক্তিক নয়।

সম্প্রতি এক গবেষণায় বিজ্ঞানীরা দাবী করেছেন, নারীদের ঠোঁট দেখে তাদের ব্যক্তিত্ব, মানসিকতা, মন-মেজাজ ইত্যাদি ভালোভাবে চেনা যায়। তারা বলছেন, নারীদের ঠোঁট দেখে শতভাগ চেনা না গেলেও অন্তত তাদের যতটুকু চেনা দরকার ততটুকু চেনা যায়।

আসুন জেনে নেয়া যাক কোন ঠোঁটের নারী কেমন হয়-

১. যে নারীর ঠোঁটের আকার হৃদয়ের মতো, তিনি খুব সেক্সুয়াল ও কনফিডেন্ট।

২. যদি ওপরের ঠোঁট নীচের ঠোঁটকে কভার করে, তা হলে সেই নারীর স্বভাব এবং বিচার-বিবেচনা খুব ভালো।

৩. যে নারীর নীচের ঠোঁট মোটা, তিনি অনেক ভালোবাসা পেয়ে থাকেন। এ ঠোঁটের নারীরা কাউকে যত না ভালোবাসেন, তার চেয়ে বেশি ভালোবাসা পান।

৪. শুকনো ঠোঁট হলে, সেই নারী খুব পরিশ্রমী হন। তারা নিজেকে নিয়ে বেশি ভাবনা-চিন্তা করেন না।

৫. যাদের ঠোঁট মোটা, তারা খুব কঠিন স্বভাবের হন।

৬. নীচের ঠোঁট বাইরের দিকে বেরিয়ে থাকলে সেই নারী ঠোঁটকাটা হন

বিষয়: বিবিধ

১৯৮২ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298336
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:০৪
অনেক পথ বাকি লিখেছেন : ওয়াও এত সুন্দর ঠোট পাগল হয়ে গেলাম। Love Struck Love Struck Love Struck
298339
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:২৫
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : লুলরে লুল!
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
241524
অনেক পথ বাকি লিখেছেন : আসলেই Love Struck Love Struck
298350
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৬
ইসলামী দুনিয়া লিখেছেন : কথাগুলো অনেকটাই শক্ত। বাস্তব।
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
241530
অনেক পথ বাকি লিখেছেন : ধন্যবাদ আপনাকে Love Struck Love Struck Love Struck
298351
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৭
জাহিদ হাসান লিখেছেন : ভাই বিয়ে কয়টা করেছেন । এত ঠোটের বিশ্লেষন ।
৩১ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:০৯
241531
অনেক পথ বাকি লিখেছেন : বিয়ে করলে তো একটা নিয়ে গবেষণা করতে পারতাম কিন্তু করিনি বলেই এটা সম্ভব হয়েছে। Love Struck Love Struck Love Struck
298384
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৩৩
সুশীল লিখেছেন : Love Struck Love Struck Love Struck
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:২৯
241570
অনেক পথ বাকি লিখেছেন : Broken Heart Broken Heart Rolling on the Floor Rolling on the Floor
298504
০১ জানুয়ারি ২০১৫ সকাল ১০:০৫
পুস্পগন্ধা লিখেছেন : Tongue Tongue Tongue
০১ জানুয়ারি ২০১৫ রাত ১০:৩৩
241784
অনেক পথ বাকি লিখেছেন : Love Struck Love Struck Love Struck Tongue Tongue
364486
০২ এপ্রিল ২০১৬ রাত ১১:১২
বিবর্ন সন্ধা লিখেছেন : ইয়া আল্লাহ
রহম করো

ভাগ্যিস
ফেইসবুকে কখনো ছবি দেইনি
তাইলে তো পোলাপাইন না জানি কত্ত
গবেষনা চালাইতো Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File