বিডি টুডে ডটনেট ব্লক করার কথা স্বিকার করল বিটিআরসি

লিখেছেন লিখেছেন শিলা ২২ সেপ্টেম্বর, ২০১৩, ১১:৩৮:০০ রাত



বিডি টুডে ডটনেট ব্লক করার কথা স্বিকার করল বিটিআরসি ।

দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা অনলাইন নিউজ পোর্টাল বিডি টুডে ডট নেট বাংলাদেশে ব্লক করে দেয়া হয়েছে। গত সপ্তাহে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কমিশন-বিটিআরসি সাইটটি ব্লক করার নির্দেশনা জারি করে। এক ই-মেইল বার্তায় তারা দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে-আইআইজি সেবাদাতা প্রাতষ্ঠানকে সাইটটি ব্লক করার নির্দেশ দেয়। এ জন্য কোনো কারণ উল্লেখ করা হয়নি জানিয়ে একটি আইআইজি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা নয়া দিগন্তকে বলেন, এ রকম সাইট ব্লক করার মেইল আমরা প্রায়ই পাই। তবে সেখানে বিশেষ কোনো কারণ উল্লেখ করা হয় না। বিটিআরসি সূত্র ও আইআইজি প্রতিষ্ঠানগুলোর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিশ্চিত করেছেন সাইটটি ব্লক করা হয়েছে। তবে কেউই এ বিষয়ে নাম উল্লেখ করে ‘টেকনিক্যাল’ কারণে বক্তব্য দিতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করেন। গত সপ্তাহে হঠাৎ করে বিডি টুডে ডট নেট বাংলাদেশ থেকে দেখা যাচ্ছিল না। বিদেশ থেকে পরিচালিত এ সাইটে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, কলাম ও ভিডিও কিপস আপলোড করা হতো। এতে করে বিশ্বের বিভিন্ন প্রান্তের খবরপিপাসুরা সহজেই দেশের খবরারখবর দ্রুততম সময়ে জেনে নেয়ার সুযোগ পেতেন। একই সাথে এ সাইটের একটি ব্লগ সেকশনও ছিল। যেখানে বিভিন্ন জন নিজেদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরার সুযোগ পেতেন। ব্লগ সাইট ও নিউজপোর্টালটি বন্ধ করে দেয়ার কোনো কারণ দর্শায়নি নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি- এমনটা জানিয়ে বিডি টুডে ডট নেটের অধিকর্তা নয়া দিগন্তকে বলেন, এ সাইটে দেশ ও জনগণের স্বার্থ ুণœ করা, রাষ্ট্রের নিরাপত্তা বিঘিœত হয় ওই রকম কোনো তথ্য পরিবেশন করা হয়নি। এমনকি ব্লগও মনিটর করা হতো। কোনো রকমের চরমপন্থায় আমরা বিশ্বাস করি না। তাই এখানে কোনো ধরনের ব্লগ রাষ্ট্র বা কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ ুণœ করছে মনে হলে আমরা সাথে সাথেই এটি তুলে নিতাম। এত সতর্কতার পরও সাইটটি ব্লক করে দেয়া দুঃখজনক।

নয়া দিগনত

Click this link

বিষয়: বিবিধ

৫০১৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381259
১২ জানুয়ারি ২০১৭ রাত ০৩:২১
প্রবাসী মজুমদার লিখেছেন : অজাত কু জাত ক্ষমতায় আসলে গঠন মুলক কিছু করার যোগ্যতা রাখেনা বলে এমন করে। যার যতটুকু যোগ্যতা সে ততটুকুই করবে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File