রাশিয়া ও আমেরিকা সমান অপরাধী

লিখেছেন লিখেছেন উবায়দুল্লাহ জামিল ০২ মার্চ, ২০২২, ১১:৫৪:১৮ রাত

আজ রাশিয়া যে যুক্তি দিয়ে ইউক্রেনের উপর আগ্রাসন চালাচ্ছে, ঠিক সেই একই বরং তার চেয়েও মিথ্যা ও নিকৃষ্ট যুক্তি দিয়ে আমেরিকা ইরাক,আফগানে আগ্রাসন চালিয়েছিল

সুতরাং আজ যদি রাশিয়া অপরাধী হয়ে থাকে (এবং অবশ্যই সে অপরাধী) তবে আমেরিকাও সমান অপরাধে অপরাধী।

আজ যদি রাশিয়াকে প্রতিরোধ করা ইউক্রেনীয়রা 'বীর' হয়ে থাকে তবে অবশ্যই অবশ্যই আফগান ও ইরাক সহ সারা পৃথিবীতে আমেরিকাকে প্রতিরোধকারী মুসলিম মুজাহীদরাও কোন সন্ত্রাসী বা জংগী নয় বরং তারাও 'বীর'

বিষয়: বিবিধ

৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File