রাত জাগা মানুষ...
লিখেছেন লিখেছেন কাগজের ফুল ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৩৩:৪১ রাত
রাত জাগা মানুষদের দেখেছেন কখনো?
রাত জাগা মানুষ বলতে যারা দিনের
দিন রাতে জেগে থাকে কোন স্বপ্ন পুরনের
লক্ষে।বা কারো স্মৃতি হাতরে ফিরে সেই
রাত জাগা মানুষগুলো!চোখের নিচে কালো
দাগ দেখে খুবই বিশ্রী লাগে,আবার অনেক
কেই সুন্দরও লাগে কখনো!!
"
কি সেই কালো দাগ পড়ার রহস্য, উন্মোচন
করার চোস্টা করেছেন?সেই কালো দাগ
এমনি এমনি পড়েনি, কারো চিন্তায় কতো
নির্ঘুম রাত কাটানোর পুরুস্কার স্বরুপ সেই
দাগ পরছে!!
"
সাক্ষী আছে রাতের বালিস ভিজানোর
গল্পের, যে গল্পের সাক্ষী মাঝরাতের বদ্ধ
ঘরের অন্ধকার!কখনো হতে পারে না সেই
গল্পেরও সাক্ষী এই কালো দাগ!ভালোবাসার
মানুষের মিথ্যে প্রতিজ্ঞারও সাক্ষীও কালো
দাগ!!
"
ভালোবাসার মানুষ যদি ছেরে চলে যায়
তখন মুখ দিয়ে কোন কথা বের হয় না বেরিয়ে
আসে চোখের কোণ থেকে কয়েক ফুটা নোনা
পানি,এই নোনা পানির আবার খুব সুন্দর নামও
আছে!অশ্রু জল নিছক আবার কারো কাছে
রক্তের চেও দামী!!
"
কিছু এই পানি এই জলের প্রতিটি ফোটার
সাক্ষী হয়।এই কালো দাগ হাজারো স্মৃতির
মিশ্রনে, হাজারো কস্টের বন্ধনে, হাজারো
চিন্তায়,কস্টে বুকটা জর্জরিত এই ভালোবাসার
গল্প!ভালোবেসে কেউ ভালো নেই, কেউ নিজেই
ধোকা দেয়, কেউ ধোকা খায় কারো কাছ থেকে!!
বিষয়: বিবিধ
৪৭১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন